নারীর
জৈন্তাপুরে ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে বাড়ির পাশের ধানখেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত ডলি বেগম (২২) ওই গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও একই গ্রামের আহমদ আল শরিফের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে ধানখেতের আইলে মধ্যে ডলির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকনাগুল ইউপির সদস্য অহিদুর রহমান।
আরও পড়ুন: কক্সবাজারে ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
স্থানীয়রা জানান,ডলি বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধারণা করা হচ্ছে, ভোরের কোন এক সময়ে বাড়ির লোকজনের অগোচরে ঘর থেকে বের হন ডলি। পরে জমির আইলে পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন,ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
২ বছর আগে
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
রাজশাহীর মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদরী বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আদরী বেগম ওই গ্রামের আনসার আলীর মেয়ে।
আরও পড়ুন:চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহত আদরী বেগম মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রান্না ঘরে টেবিল ফ্যান চালু করে কাজ করছিলেন। এসময় ফ্যানের পিছনের প্লাস্টিকের ঢাকনা খুলে পড়ে। আদরী ফ্যানের পিছনের ঢাকনা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মোহনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন:যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
২ বছর আগে