শিরীন শারমিন
ডিজিটাল কানেক্টিভিটি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: শিরীন শারমিন
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ব্রডব্যান্ড সংযুক্তির বিস্তার বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে সহায়ক। দক্ষিণ এশিয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কাউন্সিলের প্লাটফর্মে ডিজিটাল কানেক্টিভিটি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ২৪তম সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিলের (এসএটিআরসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: স্পিকার হিসেবে শপথ নিলেন শিরীন শারমিন
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে রাঙামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ স্থাপনের মধ্য দিয়ে দেশকে ডিজিটাল সংযুক্তির স্বপ্ন দেখান। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব অঙ্গনে নিজের পরিচয় তুলে ধরে।
শিরীন শারমিন বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ সরকার ডিজিটাল সংযুক্তির মাধ্যমে হাইটেক পার্ক নির্মাণ ও তরুণদের জন্য ফ্রিল্যান্সিং সহজীকরণে কম্পিউটার ও বিভিন্ন ধরণের প্রযুক্তি পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করে আসছে।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এসএটিআরসি ভুক্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একে অপরকে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক টেকসই ডিজিটাল ভবিষ্যৎ, ডিজিটাল ট্রান্সফরমেশন, ব্রডব্যান্ড নেটওয়ার্কে প্রবেশ ও গুণগত মান, ডিজিটাল অন্তর্ভুক্তি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরঙ্গ ব্যবস্থাপনা, স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল সেবায় তরঙ্গ ব্যবহার ও ফাইভ-জি প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ও কর্মকৌশল নিয়ে কর্মপরিকল্পনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন স্পিকার শিরীন শারমিন
লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব: ড. শিরীন শারমিন
১ বছর আগে
রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন স্পিকার শিরীন শারমিন
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, পরপর দুই মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান স্পিকার।
তিনি ৭ এপ্রিল সংসদের বিশেষ সুবর্ণ জয়ন্তী অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানান।
রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদের (সংসদ) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু হওয়া জাতীয় সংসদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে বিশেষ এই সংসদ।
আরও পড়ুন: লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব: ড. শিরীন শারমিন
এছাড়া সদ্য স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে জনগণ বিস্তারিত জানতে পেরেছে।
বৈঠকে রাষ্ট্রপতি সংসদের বিভিন্ন বিষয়ে স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন স্পিকারের সঙ্গে ছিলেন।
এসময় রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্পিকার হিসেবে শপথ নিলেন শিরীন শারমিন
১ বছর আগে
নারী স্পিকারদের সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে শিরীন
জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার সকালে পার্লামেন্টের নারী স্পিকারদের ১৪তম সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে রওনা হয়েছেন।
উজবেকিস্তানের অলি মজলিসের (সুপ্রিম অ্যাসেম্বলি) সহযোগিতায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আহ্বানে দুই দিনের শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার রাজধানী তাসখন্দে শুরু হবে।
শিরীন শারমিন উক্ত সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং মহামারি পরবর্তী বৈশ্বিক পুনরুদ্ধারের ঝুঁকি, প্রযুক্তি সম্পর্কিত ঝুঁকি প্রতিরোধ এবং মানবাধিকার সংরক্ষণ ও একটি হাই-টেক বিশ্বে লিঙ্গ সমতার মতো বিষয়গুলোতে আলোকপাত করবেন।
সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিরীন শারমিনের ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: স্পিকার হিসেবে শপথ নিলেন শিরীন শারমিন
থেরেসা মে’র সাথে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ
নারীদের সুরক্ষায় কর্মস্থল-পাবলিক প্লেস সিসিটিভির আওতায় আনার অভিমত স্পিকারের
২ বছর আগে