ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন
নারী স্পিকারদের সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে শিরীন
জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার সকালে পার্লামেন্টের নারী স্পিকারদের ১৪তম সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে রওনা হয়েছেন।
উজবেকিস্তানের অলি মজলিসের (সুপ্রিম অ্যাসেম্বলি) সহযোগিতায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আহ্বানে দুই দিনের শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার রাজধানী তাসখন্দে শুরু হবে।
শিরীন শারমিন উক্ত সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং মহামারি পরবর্তী বৈশ্বিক পুনরুদ্ধারের ঝুঁকি, প্রযুক্তি সম্পর্কিত ঝুঁকি প্রতিরোধ এবং মানবাধিকার সংরক্ষণ ও একটি হাই-টেক বিশ্বে লিঙ্গ সমতার মতো বিষয়গুলোতে আলোকপাত করবেন।
সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিরীন শারমিনের ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: স্পিকার হিসেবে শপথ নিলেন শিরীন শারমিন
থেরেসা মে’র সাথে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ
নারীদের সুরক্ষায় কর্মস্থল-পাবলিক প্লেস সিসিটিভির আওতায় আনার অভিমত স্পিকারের
২ বছর আগে