জাতির
আনুষ্ঠানিক মুক্তির আগে প্রধানমন্ত্রী দেখবেন ‘মুজিব: একটি জাতির রূপকার’
বহুল প্রতীক্ষিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির চূড়ান্ত সংস্করণ এ বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রদর্শিত হবে। ভারতীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমি মনে করি শ্যাম বেনেগাল এবং তার দল ছবিটির শুটিং, সম্পাদনা এবং কম্পিউটার গ্রাফিক্সের কাজ প্রায় শেষ করে ফেলেছে।’
গত রাতে নয়াদিল্লিতে বাগচি সাংবাদিকদের বলেন, ‘আমরা বছরের শেষের দিকে একটি তারিখ দেখছি। এটি ঠিক করার পর আমরা আপনাদের জানাব।’
আরও পড়ুন:অক্টোবর-নভেম্বরে দুই ভাগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন: সেতুমন্ত্রী
প্রবীণ ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটির ট্রেলার ১৯ মে কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর ট্রেলারটি এনএফডিসি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রয়েছে।
উভয় দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অডিও ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তির আওতায় ছবিটি নির্মিত হচ্ছে।
সিনেমাটির যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
আরও পড়ুন:খুলনা রেল স্টেশনে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ জাদুঘর, দর্শনার্থীদের ভিড়
বাংলাদেশকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সবকিছু করেছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে