চার্ট
মার্কিন বক্স অফিসের শীর্ষ ৩০-এ 'হাওয়া': পরিবেশক সংস্থার দাবি
দেশের পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া'। বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে 'হাওয়া' মার্কিন বক্স অফিসের শীর্ষ ৩০-এ স্থান করে নিয়েছে বলে দাবি করেছে সিনেমাটির পরিবেশক সংস্থা।
গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ৭৩টি ও কানাডার ১৩টি হলে মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশের মতো সেখানেও আলোচিত 'হাওয়া'।
উওর আমেরিকায় সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বলেন, 'হাওয়া' হচ্ছে বাংলাদেশের প্রথম সিনেমা, যেটি মার্কিন বক্স অফিসের শীর্ষ ৩০-এ স্থান করে নিয়েছে।
তিনি বলেন, 'কানাডা ও আমেরিকার বাংলাদেশের সিনেমার দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঘুর্ণিঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সে ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে। এই আনন্দের ক্ষণে আমি প্রথমেই টিম ‘হাওয়া’ এবং টিম ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে উত্তর আমেরিকার দর্শকদের জানাই কৃতজ্ঞতা।'
তিনি জানান, ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন দুই লাখ ১৩ হাজার ৪৬১ ডলার। যার মধ্যে কানাডায় ৮৬ হাজার ৩১২ ডলার, আমেরিকায় আয় করেছে এক লাখ ২৭ হাজার ১৪৯ ডলার।
আরও পড়ুন:মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
‘হাওয়া’ হল চঞ্চল চৌধুরী অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র যা উত্তর আমেরিকায় বাণিজ্যিকভাবে সফল হয়েছে। চঞ্চল ও জয়া আহসান অভিনীত ২০১৮ সালের চলচ্চিত্র 'দেবী'র লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল এক লাখ ২৫ হাজার ৪১৪ ডলার। 'দেবী'র এই সম্পূর্ণ আয়ের রেকর্ড 'হাওয়া' মাত্র তিন দিনেই অতিক্রম করেছে। 'হাওয়া'র তিন দিনের আয় এক লাখ ৫৯ হাজার ৭৫২ ডলার।’
এক বেদে (জিপসি) নারীকে অনুসরণ করে, যাকে একটি মাছ ধরার নৌকায় উদ্ধার করা হয় এবং আশ্রয় দেয়া হয়, জাদু বাস্তবতার স্টাইলে ‘হাওয়া‘র গল্প এগিয়ে যায়।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ারসহ অনেকেই।
আরও পড়ুন:এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’
‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর
২ বছর আগে