ছাত্রীর মৃত্যু
রাজধানীতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু
ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় বুধবার বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
নিহত ফাতেমা ভূঁইয়া পুতুল (১৫) বনশ্রী এলাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ১৬ তলা ভবনের ১০ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ।
পুতুলের ভাবি মুর্শেদা খানন জানান, সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পুতুল ভবনের ছাদে গিয়ে লাফ দেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুর্শেদা সন্দেহ করছেন- পুতুল প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
১ বছর আগে
স্কুল মাঠে খেলার সময় ছাত্রীর মৃত্যু!
পরীক্ষা শেষ করে স্কুল মাঠে খেলার সময় হঠাৎ মাহিকা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার কদম রসুল বাগবাড়ীস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী মাহিকা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার দিনমজুর মান্নান মিয়ার মেয়ে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে স্কুলছাত্রীর মৃত্যু, মা-ভাই দগ্ধ
উপস্থিত শিক্ষার্থী ও স্কুল শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এসে স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় নিহত স্কুলছাত্রী দিনমজুর বাবা মান্নান বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, স্কুলছাত্রী মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করেন।
পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিলে বাদ আছর স্কুল মাঠেই ছাত্রীর জানাযা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
২ বছর আগে
লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (১৬) স্থনীয় শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
এদিকে দুর্ঘটনার পর ওই লেগুনার চালককে গ্রেপ্তারের দাবিতে লালপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তার সহপাঠীরা।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তা যাত্রীবাহী একটি লেগুনায় চড়ে পাশের গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল।
লালপুর বেড়ি বাঁধে পৌঁছালে লেগুনা থেকে নামতে গেলে ড্রাইভার গাড়ী টান দিলে হঠাৎ ছিটকে পড়ে সে মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তিনি ও থানা-পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থল পরিদার্শনে যান।
এছাড়া লেগুনাটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর লেগুনার চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মুক্তার মৃত্যুতে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চালককে দায়ী করে বিচারের দাবিতে বিক্ষোভে করছে। ঘণ্টাব্যাপী তাদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলে। পরে পুলিশ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসংগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ইউএনবি কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে অভিযান চলছে।
নিহতের আত্মীয় স্বজনরা তার লাশ ময়না তদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যেতে চায়।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
২ বছর আগে
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।
নিহত খুশবু মানজুর (২১) ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ কাতুবিজবিহারা এলাকার মানজুর আহম্মেদ কারাইয়ের মেয়ে এবং সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ইজিবাইকে খেলতে গিয়ে শিশুর মৃত্যু!
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনের শিক্ষা সফরে শাহজাদপুরে যান এবং বেসরকারি সংস্থা পিপিডির আবাসিক হোটেল ভাড়া করার পর তারা ঘুরতে বের হন।
ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে হোটেলে পৌঁছে খাওয়ার পর ওই শিক্ষার্থী ছাদে ওঠলে সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা বলেন, হোটেলের ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।
তবে ওই শিক্ষার্থী পড়ে গিয়েছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
২ বছর আগে