ধর্মীয় অনুভূতিতে আঘাত
মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার সন্ধ্যায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম প্রীতম দাশ। তিনি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামে একটি সংগঠনের কর্মী।
পুলিশ জানায়, গত ৭ জুলাই প্রীতম পাকিস্তানি লেখক সাদত হাসান মান্টোর একটি উক্তি ফেসবুকে শেয়ার করেন। ওই পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অস্থিরতা সৃষ্টি হয়।
এরপর ২৯ আগস্ট স্থানীয় বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা প্রীতমের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এবং কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। ৩১ আগস্ট স্থানীয়রা প্রীতমকে গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করে। এরপর প্রীতম আত্মগোপনে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, গত সপ্তাহে বাংলাদেশ ছাত্রলীগের নেতা মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে প্রীতমের বিরুদ্ধে মামলা করে। যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নেত্র নিউজ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ডিজিটাল নিরাপত্তা আইনে ফের গ্রেপ্তার ঝুমন দাস
২ বছর আগে