৫ বছরের কম
৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন কানাডার
কানাডার স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ বছরের কম বয়সী শিশুদের ব্যবহারের জন্য কোভিড-১৯ এর ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে।
শুক্রবার দেশটির ফেডারেল স্বাস্থ্য অধিদপ্তর তাদের অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্য আপডেট করেছে।
এতে বলা হয়েছে, ছয় মাস থেকে চার বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে।
আরও পড়ুন:৫-১১ বছর বয়সী শিশুদের ফাইজারের বুস্টার ডোজ দেয়ার আহ্বান সিডিসির
এর আগে শিশুদের শরীরে টিকার কার্যকারিতা ও ঝুঁকি নিয়ে পর্যালোচনা চলছিল। বলা হচ্ছে তিন ডোজের টিকা সিরিজের প্রথম দুটি ডোজ তিন সপ্তাহের ব্যবধানে দেয়া হবে এবং দ্বিতীয় ডোজ দেয়ার কমপক্ষে আট সপ্তাহ পরে তৃতীয় ডোজ দেয়া হবে।
গত জুলাই মাসে কানাডার স্বাস্থ্য বিভাগ মডার্না স্পাইকভ্যাক্সকে অনুমোদন করে। ফলে ফাইজার হবে এই বয়সী শিশুদের জন্য অনুমোদিত দ্বিতীয় টিকা।
গত সপ্তাহে কানাডার স্বাস্থ্য বিভাগ মডার্না স্পাইকভ্যাক্স কোভিড-১৯ ভ্যাকসিনের একটি সংমিশ্রিত একটি সংস্করণ অনুমোদন দিয়েছে। যা দ্বি-জাতীয় টিকা হিসেবে পরিচিত। এই টিকা ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে বুস্টার ডোজ হিসেবে মূল সার্স-কোভ-২ ভাইরাস ও ওমিক্রন (বিএ.১) ভেরিয়েন্ট উভয়ের বিরুদ্ধেই সুরক্ষা দেয়।
আরও পড়ুন:বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি টিকা দিল যুক্তরাষ্ট্র
২ বছর আগে