রানি দ্বিতীয় এলিজাবেথ
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য লন্ডনে তার অবস্থানের সময়সীমা একদিন বাড়ানো হতে পারে বলে রবিবার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর রানির মরদেহ রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর জন্য ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নেয়া হবে। ওইদিন যুক্তরাজ্যে সকল ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সেন্ট্রাল লন্ডনের মধ্য দিয়ে কফিনটি ওয়েস্টমিনস্টার হলে নেয়া হবে। পরবর্তী চারদিন সেখানেই থাকবে কফিনটি।
সূত্রটি ইউএনবিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর তিনি ১৯ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হতে পারেন।
বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে রানি মারা যাওয়ার পর বিভিন্ন বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তি রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
তারা রানির গভীর কর্তব্যবোধ, দৃঢ়তা, রসবোধ ও দয়ালু হৃদয়ের কথা স্মরণ করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পর ওয়াশিংটন ডিসি সফর শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন,পররাষ্ট্রমন্ত্রী এ কে আবব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর আসন্ন লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরে তার সঙ্গে থাকবেন।
তিনি জানান, ‘স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রাষ্ট্রীয় ভারত সফরে (৫-৮ সেপ্টেম্বর) তার সফরসঙ্গী দলের অংশ ছিলেন না।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘একটি অশ্রুসিক্ত মুহূর্ত: ইন্টারলকিং চ্যালেঞ্জের রূপান্তরমূলক সমাধান’- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন।
কোভিড-১৯ মহামারি, ইউক্রেনের যুদ্ধ, অনাকাঙ্খিত প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য বিভিন্ন হুমকির বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগসহ বিভিন্ন জটিল ও আন্তঃসংযুক্ত সংকটের স্বীকৃতিস্বরূপ এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।
২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা এই বিশাল বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান অনুসন্ধান করবেন।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা চলতি বছরের সাধারণ বিতর্ক সম্পূর্ণরূপে ব্যক্তি পর্যায়ে হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে সফরসঙ্গী দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি বিশিষ্ট বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার এখন কি করা হবে?
কয়েক দশক ধরে ব্রিটিশ নোট ও মুদ্রায় রানি দ্বিতীয় এলিজাবেথকে চিত্রিত করা হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক ঐতিহ্যের একটি স্মারক হিসেবে তার প্রতিকৃতি বিশ্বের আরও ডজনখানেক দেশের মুদ্রায় দেখা যায়।
তাহলে সম্প্রতি তার মৃত্যুর পর এসবের কি হবে?
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য দেশের মুদ্রায়র তাদের নতুন রাজার ছবি প্রতিস্থাপন করতে সময় লাগবে।
তবে এর অর্থ এই নয় যে মুদ্রাগুলো কাজ করবে না।
রানির মুত্যুর পর তার প্রতিকৃতি অঙ্কিত কাগজের মুদ্রার জন্য পরবর্তীতে কি হচ্ছে তা জেনে নেয়া যাক:
রাজার পরিবর্তন
ব্রিটিশ নোট ও মুদ্রায় রানির প্রতিকৃতিগুলোকে নতুন রাজা চার্লস তৃতীয় এর অনুরূপ প্রতিকৃতি দ্বারা প্রতিস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। তবে অবিলম্বে তা করা সম্ভব হবে না।
ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, ‘মহামান্য রানির প্রতিকৃতি সম্বলিত বর্তমান ব্যাংক নোটগুলো বৈধ মুদ্রা হিসেবে অব্যাহত থাকবে।’
ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়, দেশটিতে চলমান ১০ দিনের শোক শেষ হওয়ার পরে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের জারি করা বিদ্যমান কাগজের মুদ্রার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
ব্রিটিশ মুদ্রার অফিশিয়াল নির্মাতা রয়েল মিন্ট জানিয়েছে, রানির প্রতিকৃতি সম্বলিত মুদ্রা বৈধ মুদ্রা হিসেবেই থাকবে এবং প্রচলন অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও তথ্য পরবর্তীতে জানানো হবে।
রয়েল মিন্টের ওয়েবসাইটে উল্লেখ আছে, চলমান শোক সময়কে আমরা সম্মান করে মুদ্রাগুলো অব্যাহত রেখেছি।
৮২ বিলিয়ন পাউন্ড মূল্যের চার দশমিক সাত বিলিয়ন ব্রিটিশ ব্যাংক নোট ও প্রায় ২৯ বিলিয়ন কয়েনসহ রানির ছবি বিশিষ্ট ব্রিটিশ মুদ্রা সম্ভবত বছরের পর বছর ধরে চলতে থাকবে।
মুদ্রা বিশেষজ্ঞ একটি ব্রিটিশ মুদ্রা গবেষণা ওয়েবসাইট অনুসারে, বরং বর্তমানের সব কয়েন ও নোট হস্তান্তর করা হচ্ছে। প্রক্রিয়াটি ধীরে ধীরে হবে এবং রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সম্বলিত অনেক মুদ্রা আগামী বহু বছর ধরে প্রচলিত থাকবে।
ওয়েবসাইটটি বলা হয়েছে, চার্লস তার রাজ্যাভিষেকের সময় মুকুট নেয়ার পরে নতুন করে নকশা করা নোট ও কয়েন ব্যবহার করার জন্য একটি নতুন প্রতিকৃতি তৈরি করতে হবে।
১৭ শতকের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রানির ডানদিকে তাকানো প্রতিকৃতিকে প্রতিস্থাপন করে নতুন রাজার বাম দিকে তাকানো প্রতিকৃতি দিয়ে প্রতিস্থাপন করা হবে। পূর্বের সম্রাটের ঠিক বিপরীত দিকের প্রতিকৃতি ব্যবহারের নির্দেশ দেয়া আছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথ যখন প্রথমবার বাংলাদেশে আসেন
অন্যান্য দেশ ক্ষেত্রে কি হবে?
মুদ্রা বিশেষজ্ঞ ওয়েবসাইটটিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান ও বেলিজিয়ান ডলারের রানির প্রতিকৃতি সম্বলিত অন্যান্য দেশের মুদ্রাতেও নতুন রাজার প্রতিকৃতি যুক্ত করা হবে। তবে এই প্রক্রিয়া বেশ বিলম্বিত হবে। কারণ যে দেশে উৎপত্তি সে দেশে নতুন নকশা প্রতিস্থাপন করা তুলনামূলক সহজ। তবে আইনি ব্যবস্থায় ভিন্নতার জন্য অন্যান্য দেশে তুলনামূলক বেশি সময় লাগতে পারে।
ব্যাংক অব কানাডা বলেছে যে সিন্থেটিক পলিমার দিয়ে তৈরি বর্তমান ২০ ডলারের ব্যাংক নোটটি আগামী বেশ কয়েক বছরের জন্য প্রচলনের উদ্দেশে ডিজাইন করা হয়েছে।
ব্যাংকটি জানিয়েছে, সম্রাট পরিবর্তনের সময় একটি নির্ধারিত সময়ের মধ্যে নকশা পরিবর্তন করার কোনো আইনি প্রয়োজন নেই।
ব্যাংক আরও জানিয়েছে, সাধারণভাবে যখন কানাডিয়ান অর্থের জন্য একটি নতুন প্রতিকৃতির বিষয় বেছে নেয়া হয় তখন প্রক্রিয়াটি নতুন নকশা আঁকার মাধ্যমে শুরু হয় এবং কয়েক বছর পরে নতুন নোটটি জারি করার জন্য প্রস্তুত হয়।
রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড বলেছে, চার্লসের প্রতিকৃতি সম্বলিত নতুন মুদ্রা বের হওয়ার আগে তারা রানির প্রতিকৃতি সম্বলিত মুদ্রার সব স্টক প্রচলন করবে।
২০ ডলারের নোটের স্টক শেষ না হওয়া পর্যন্ত চার্লস তৃতীয় সম্বলিত মুদ্রা প্রচলন করতে এখনও বেশ কয়েক বছর লেগে যাবে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, রাজপরিবারের উত্তরাধিকারের নতুন আদেশ
মুদ্রায় রানি
তিনি যখন রাজকুমারী ছিলেন তখন তাকে প্রথম মুদ্রায় দেখা যায়। এটি ছিল ১৯৩৫ সাল, যখন কানাডার ২০ ডলার নোটে আট বছর বয়সী এলিজাবেথের প্রতিকৃতি নোটের একটি নতুন সিরিজের অংশ হিসেবে যুক্ত করা হয়। তার দাদা রাজা জর্জ পঞ্চম ছিলেন তখনকার সম্রাট।
কানাডিয়ান ২০ ডলার নোটে ১৯৫৪ সালে রানির রাজ্যাভিষেকের এক বছর পরে একটি নতুন প্রতিকৃতি দিয়ে হালনাগাদ করা হয়েছিল। তার প্রতিকৃতি বিশ্বের অন্যান্য মুদ্রায় প্রধানত ব্রিটিশ উপনিবেশ ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে প্রচলিত হতে শুরু করে।
তার রাজ্যাভিষেকের সাত বছর পর ১৯৬০ সাল পর্যন্ত ব্রিটিশ মুদ্রাগুলো তার কোনো প্রতিকৃতি পায়নি। তখনই ব্যাংক অব ইংল্যান্ডকে এক পাউন্ডের নোট থেকে শুরু করে কাগজের মুদ্রায় তার প্রতিকৃতি ব্যবহার করার অনুমতি দেয়া হয়। যদিও আনুষ্ঠানিক ও রাজকীয় প্রতিকৃতিটি ততটা সমালোচিত হয়েছিল।
তিনি ব্রিটিশ ব্যাংক নোটে চিত্রিত হওয়া প্রথম সম্রাট। ব্রিটিশ কয়েনে এক হাজারেরও বেশি সময় ধরে রাজা ও রানিদের প্রতিকৃতি স্থান পেয়ে আসছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে ১০টি বিষয়
যুক্তরাজ্যের বাইরের মুদ্রা
এক পর্যায়ে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি কমপক্ষে ৩৩টি ভিন্ন মুদ্রায় স্থান পায়। সংখ্যায় তা অন্য যে কোনো রাজার চেয়ে বেশি। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।
কানাডার মতো যেখানেই তিনি একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন, সেখানকার মুদ্রায়ই তার ছবি রয়েছে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো তাদের পতাকায় ইউনিয়ন জ্যাক যুক্ত করা অব্যাহত রয়েছে।
ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক, অ্যান্টিগুয়া ও বারবুডা, ডোমিনিকা, গ্রেনাডা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, ও সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসসহ কয়েকটি ছোট দেশের জন্য আর্থিক কর্তৃপক্ষের জারি করা নোট ও কয়েনেও তার প্রতিকৃতি রয়েছে।
অন্যান্য দেশ তাদের মুদ্রায় তার প্রতিকৃতির ব্যবহার বন্ধ করে দিয়েছে। ১৯৬২ সালে জ্যামাইকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর এর কেন্দ্রীয় ব্যাংক মার্কাস গার্ভে এর মতো রানির প্রতিকৃতির বদলে জাতীয় বীরদের প্রতিকৃতি ব্যবহার শুরু করে।
সেশেলসের নোটগুলোতে এখন রানির প্রতিকৃতির পরিবর্তে স্থানীয় বন্যপ্রাণী স্থান পেয়েছে। বারমুডা একই ধরনের পরিবর্তন করেছে, তবে অল্প কিছু নোটে রানিকে ধরে রাখা হয়েছে। ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্র হওয়ার পরে তাদের মুদ্রা পরিবর্তন করে।
১৯৯৭ সালে ব্রিটেন তার উপনিবেশ বেইজিংয়ের কাছে হস্তান্তর করার পর হংকং ডলার জারি করেছে, তাদের মুদ্রায় আকাশে চীনা ড্রাগন ও আকাশচুম্বী দালানের ছবি রয়েছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাক্রম
২ বছর আগে