বছর
বছর শেষে আসছে 'রক ফেস্ট ৩.০' ও 'ফুয়াদ লাইভ'
প্রতিবছরের মতো এবারও শীতের আমেজ জমাতে বর্ষসেরা দুই মেগা শো- রক ফেস্ট ৩.০ ও ফুয়াদ লাইভ আসছে। দীর্ঘ বিরতির পর বিশাল এক চমক নিয়ে আসছে ফুয়াদ লাইভ।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর এক্সপো জোনে কনর্সাটটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই আয়োজনে পারফর্ম করতে যাচ্ছে ‘স্টোইক ব্লিস’। ঢাকা রক ফেস্টের এই তৃতীয় আসরে সবমিলিয়ে ৩০টি ব্যান্ড পারফর্ম করবে।
ডিসেম্বরে স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে একই সঙ্গে শুরু হতে যাচ্ছে ফুয়াদ লাইভ ও ঢাকা রক ফেস্ট ৩.০।
আরও পড়ুন: দর্শকদের মালদ্বীপ ও কক্সবাজার যাওয়ার বিমান টিকেট দিচ্ছে স্টার সিনেপ্লেক্স!
আয়োজন সম্পর্কে স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘দেশের জনপ্রিয় ও ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বিশেষ করে বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয় তাই আমাদের আয়োজন সবসময় রক মিউজিককেন্দ্রিক।’
তিনি আরও বলেন, ‘পর পর দু’বার আমরা এই আয়োজন করেছি এবং আশানুরূপ সফলতাও পেয়েছি, তাছাড়া ভক্তদের উৎসাহ আর উল্লাস আমাদেরকে ব্যাপকভাবে আপ্লুত করে। তাই এবার আমরা ঢাকা রক ফেস্টের তৃতীয় আসর নিয়ে আসছি দুই দিনব্যাপী কনসার্ট। পাশাপাশি ফুয়াদ লাইভও কনসার্টে আসছে। এটা হবে ভক্তদের জন্য এক অন্য রকম সারপ্রাইজ।’
আরও পড়ুন: মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
১ বছর আগে
দশ বছর মেয়াদী ভিসা দিচ্ছে থাইল্যান্ড: কারা যোগ্য?
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের ট্যুরিজম কর্তৃপক্ষ দেশটিতে পর্যটকদের ভ্রমণের জন্য দশ বছর মেয়াদী অভিবাসী ভিসার আবেদন গ্রহণ শুরু করছে।
টিএটি নিউজ জানায়, এছাড়াও এর আরেকটি সুবিধার দিক হলো দশ বছর মেয়াদী ভিসাধারীরা ভ্রমণকালে থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম শ্রেণির সেবা পাবেন এবং পুনপ্রবেশের অনুমতি দরকার হবে না।
দশ বছর মেয়াদী ভিসার জন্য কারা যোগ্য?
. বিশ্বের ধনাঢ্য ব্যক্তি যার সম্পদের পরিমাণ এক মিলিয়ন মার্কিন ডলার, দুই বছরের মধ্যে ব্যক্তিগত আয় ৮০ হাজার মার্কিন ডলার বা এর চেয়ে বেশি এবং পাঁচ লাখ মার্কিন ডলার বা এর বেশি বিনিয়োগ থাইল্যান্ডে আছে।
আরও পড়ুন:নিউজিল্যান্ডে তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবে নিহত ২, নিখোঁজ ৩
. অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক যিনি বছরে ব্যক্তিগতভাবে কমপক্ষে ৮০ হাজার মার্কিন ডলার আয় করেন।
. থাইল্যান্ডের কর্মজীবী মানুষ, যার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং বিগত দুই বছরে বার্ষিক আয় ৮০ হাজার মার্কিন ডলার। এবং আইনগতভাবে নিবন্ধিত কোম্পানির বিগত তিন বছরের আয় কমপক্ষে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।
. পাঁচ বছরের অভিজ্ঞতাসহ নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের দক্ষতা সম্পন্ন অভিজ্ঞ পেশাজীবী যার বার্ষিক ব্যক্তিগত আয় ৮০ হাজার মার্কিন ডলার।
. এলটিআর ভিসাধারীর স্ত্রী ও ২০ বছরের কম বয়সী সন্তান-সন্তানাদির সর্বোচ্চ চারজন এই সুবিধা ভোগ করতে পারবে।
থাইল্যান্ডের এলটিআর ভিসার কতিপয় সুবিধা-
. ১০ বছর মেয়াদী ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ
. প্রতি নব্বই দিনের পরিবর্তে বছরে একবার ইমিগ্রেশনকে অভিবাসন তথ্য জানানো।
. থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম শ্রেণির সেবা
. একাধিক ভ্রমণে অনুমতি
. থাইল্যান্ডের কাজের সুযোগ(ডিজিটাল কাজের অনুমতি)
. সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ব্যক্তিগত আয়ের কর কমিয়ে ১৭ শতাংশ নির্ধারণ।
. চার থাই নাগরিক সমান একজন বিদেশি কর্মচারীর অনুপাত থেকে অব্যাহতি।
থাই এলটিআর ভিসা সম্পর্কে আরও তথ্য: https://ltr.boi.go.th/index.html
আরও পড়ুন:৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন কানাডার
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি বিশিষ্ট বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার এখন কি করা হবে?
২ বছর আগে