মার্কিন দূতাবাসে পতাকা
৯/১১-এর সন্ত্রাসী হামলার স্মরণে ঢাকায় মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত
২০১১ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল-কায়েদার সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে রবিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।এসময় রানি দ্বিতীয় এলিজাবেথের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
রবিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহত দুই হাজার ৯৯৬ জন নিহতকে আমরা স্মরণ করছি।’
আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী
এতে আরও বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনার পর যতই সময় অতিবাহিত হোক না কেন, তারা কখনোই এত বড় ক্ষতির সম্মুখীন হওয়া পরিবারগুলোকে ভুলবে না।
মার্কিন দূতাবাস আরও জানান, ‘আমরা তার (রানির) মৃত্যুতে সারা বিশ্বের মানুষের সঙ্গে শোক প্রকাশ করছি এবং আমরা চিরকাল তার স্মৃতি, সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের দ্বারা অনুপ্রাণিত হবো।’
আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর
রানির মৃত্যু, ভারত কি এবার ফেরত পাবে কোহিনূর?
২ বছর আগে