চক্রের
বাগেরহাটে ‘ছিনতাইকারী’ চক্রের ৪ সদস্য আটক
বাগেরহাটে ‘ছিনতাইকারী’ চক্রের চার সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার রাতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব খুলনা-৬ এর সদস্যরা তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার রুহুল আমিন (২৬) ও আব্দুল আহাদ (২০) এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বিবেক বৈরাগী (৪২) ও আলিম শেখ (২২)।
আরও পড়ুুন:দামুড়হুদায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
র্যাব জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রুহুল আমিন ‘ছিনতাইকারী’ চক্রের মুলহোতা।
খুলনা র্যাব ৬ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার দুপুরে বাগেরহাট পৌরসভারহরিণখানা এলাকা থেকে মোটরসাইকেলেকরে আসা দুইজন ছিনতাইকারীর এক নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা অভিযোগ পেয়ে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে।
রবিবার রাতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ওই চার সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ছুরি, ছিনতাইকৃত স্বর্ণের চেইন, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৪১ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বাগেরহাট সদর এবং গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুুন:পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত,অভিযুক্ত আটক
মানববন্ধনে যোগ দিতে ঢাকায় আসার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক
২ বছর আগে