দেশীয়
মাগুরায় দেশীয় পাইপগানসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরের খামারপাড়া গ্রাম থেকে মিন্টু বিশ্বাস ও ইব্রাহিম বিশ্বাস নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬।
এসময় তাদের কাছ থেকে দেশীয় দুইটি পাইপগান জব্দ করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ‘আরসার গোপন আস্তানা’ আবিষ্কার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলো- উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস এবং অহিদুল বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস।
বুধবার (১৫ মে) দুপুরে র্যাবের পক্ষ থেকে একটি লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬ এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর জামে মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুইটি পাইপগান জব্দ করা হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম বলেন, আটকরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
৭ মাস আগে
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে চান্দিনার তীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৩
আটক হওয়া পাঁচ ডাকাত হলো- কুমিল্লা তিতাস উপজেলার হযরত আলী ও মোহাম্মদ হাসাস, চান্দিনা উপজেলার রুহুল আমিন ও মোহাম্মদ কাউছার এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মোহাম্মদ জহির।
শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানান।
তিনি জানান, মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে একটি দল অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এছাড়া ডাকাত দলের বেশ কয়েকজন এসময় পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এদের কাছ থেকে সাত ধরনের বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ মামলা রয়েছে। ডাকাতরা মহাসড়কের নির্জন স্থানে চলন্ত যানবাহনে ধারালো রড ছুড়ে চাকা বিকল করত। এতে যানবাহন থেমে গেলে তাতে ডাকাতি করত।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
৬ দিন পর খালাস হলো বেনাপোল বন্দরে আটকে থাকা টিসিবির পেঁয়াজ
১ বছর আগে
দেশীয় কোম্পানির জন্য আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড চালু
আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্তরের কোয়ালিটি অ্যাওয়ার্ড চালু করল বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)।
রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা কনফারেন্স হলে এই অ্যাওয়ার্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলো এখন থেকে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিখ্যাত কোয়ালিটিগুরু, ভোক্তা তুষ্টি মডেলের (কানো মডেল) প্রবক্তা অধ্যাপক ড. নরিয়াকি কানো। সভাপতিত্ব করেন বিএসটিকিউএমের সভাপতি অধ্যাপক ড. এম আর কবির।
ড. কানোর সঙ্গে অংশীদারিত্বে চালু হওয়া এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে- কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ড (কেবিকিউএ)।
পুরস্কারের প্রচার, পরিচালনা ও প্রতিষ্ঠার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এহসানুল হককে চেয়ারম্যান করে একটি স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় স্টিয়ারিং কমিটি করা হয়েছে।
আরও পড়ুন: ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান, বিজয়ী জিম্বাবুয়ের প্রতিষ্ঠানকে পররাষ্ট্রমন্ত্রীর অভিবাদন
কেবিকিউএ জাপানের ডেমিং অ্যাওয়ার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যালকম বালড্রিজ অ্যাওয়ার্ডের মতো একই পদ্ধতি অনুসরণ করবে।
ড. নরিয়াকি কানো বলেন, ‘‘আমাদের অবশ্যই 'ফলাফল' এবং 'প্রভাব' বুঝতে হবে। ফলাফল যেকোনো ক্ষেত্রে ব্যবসার জন্য প্রয়োজনীয়। টিকিউএম প্রভাব অর্জনের মাধ্যমে ফলাফল উপলব্ধি করতে চায়। জাপানে ডেমিং প্রাইজ টিকিউএমের মাধ্যমে ফলাফলের মূল্যায়ন করে, শুধু ফলাফল বিবেচনা করে না। টিকিউএম চর্চা না করে কেউ যদি ভালো ফলাফলও পায়, তারপরও সে ডেমিং প্রাইজ পাবে না।’’
বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, 'যেকোনো ব্যবসার জন্য টিকিউএম চর্চা ও প্রচার করা উচিত। পুরস্কারপ্রাপ্তি টিকিউএম চর্চা ও প্রচারের জন্য একটি অনুঘটক মাত্র।'
কেবিকিউএ-এর প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে, কেবিকিউএ জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্য প্রকৌশলী এএমএম খায়রুল বাশার বলেন ‘কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ড দেশের শিল্প ও সেবা খাতে কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং গ্রাহকের প্রত্যাশা পূরনের মাধ্যমে ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আরও পড়ুন: হামদ-নাত প্রতিযোগিতার শীর্ষ ১০ জনের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান
দেশে প্রথমবারের মতো ৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার’: বাণিজ্যমন্ত্রী
১ বছর আগে
দেশীয় প্রযুক্তিতে সচল ডেমু ট্রেন চলাচল শুরু
স্বল্প খরচে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সচল একটি ডেমু ট্রেন যাত্রীসহ পণ্য পরিবহন শুরু হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুরের পাবর্তীপুর রেলওয়ে স্টেশনে ডেমু ট্রেনের চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, অচল অন্য আরও ১৪ টি ডেমু ট্রেন চলতি বছরের মধ্যে সচল করতে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে বিভাগ।
শত কোটি নয়, অর্ধশত কোটির চেয়ে কম খরচে ডেমুগুলো সচল করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেমু ট্রেনটি পাবর্তীপুরে খোলাহাটি স্টেশন পর্যন্ত চালানোর সময় আরোহী হন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান ফিজারসহ রেলওয়ের কর্মকর্তারা। এসময় ট্রেনের গতি ছিল ঘন্টায় ৬০ কিলোমিটার। বিকাল ৫ টা ২০ মিনিটে রংপুরের উদ্দেশে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে গেছে ডেমু ট্রেনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
আরও পড়ুন: পর্যায়ক্রমে সকল রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি: রেলমন্ত্রী
এসময় মোস্তাফিজুর রহমান এমপি, রেলওয়ের অতিরিক্ত মহা ব্যবস্হাপক মঞ্জুর উল আলম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান, পাবর্তীপুরের উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক এবং আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালে চীন থেকে আমদানি করা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কিন্তু ওয়ারেন্টির নির্ধারিত সময়ের আগে ২০২০ সালের মধ্যে একে একে অচল হয়ে পড়ে সবক'টি ডেমু ট্রেন। ডেমু ট্রেনগুলো মেরামতে সচল করতে মোটা অংকের টাকা দাবি করেছিল সরবরাহকারি প্রতিষ্ঠান। ফলে ডেমুগুলো অচল হয়ে পড়ে ছিল বিভিন্ন স্থানে। মেরামতের আমন্ত্রণ পেয়ে চীনা প্রযুক্তি সরিয়ে দেশীয় কাঁচামাল ও যন্ত্রাংশ ব্যবহার করে ডেমু ট্রেনটি পাবর্তীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় সচল করে তুলেছেন প্রকৌশলী আসাদুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীরা। অচল আরও ১৪টি ডেমু ট্রেন সীমিত সময়ের মধ্যে সচল করতে পারবেন বলে আশা করছেন তারা।
অল্প সময়ের মধ্যে কম খরচে অচল সবগুলো ডেমু ট্রেন সচল করতে অপেক্ষা করছেন প্রকৌশলীরা।
এদিকে দীর্ঘদিন পর আবারো ডেমু ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। এতে গন্তব্যে চলাচলে ভোগান্তির অবসানসহ নানানভাবে সুফল পাবার আশা করছেন তারা।
তবে আপাতত সচল হওয়া ডেমু ট্রেনটি দিনাজপুরের পাবর্তীপুর স্টেশন থেকে দৈনিক বিকাল সোয়া ৫ টায় ছেড়ে রংপুর স্টেশন পর্যন্ত যাত্রী পরিবহনে সীমাবদ্ধ রাখা হয়েছে। এবং বিকাল ৬টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে আবার সন্ধ্যা ৭ টার দিকে পাবর্তীপুর ফিরে আসার সূচি ঠিক করা হয়েছে। অন্যান্য ডেমুগুলো সচল করা সম্ভব হলে দেশের বিভন্ন রুটে যাত্রীসহ মালামাল পরিবহনের কাজে লাগানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু জুনে: রেলমন্ত্রী
পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু আগামী বছরের জুনে: রেলমন্ত্রী
২ বছর আগে
চট্টগ্রামে দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৫
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর কোতোয়ালি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম বাবু (৩০), মো. রুবেল (২৮), মো. মনির (৩৮), মো. সোহাগ (২৬) ও মো. বাদশাহ (২৬)।
আরও পড়ুন: চট্টগ্রামে ১১ জলদস্যু গ্রেপ্তার, দেশীয় অস্ত্র জব্দ
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আট থেকে ৯ জন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা পাঁচটি টিপ ছোরা উদ্ধার করা হয়।
তিনি বলেন, এছাড়া তারা এ রোডে যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তার পাঁচ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফেনীতে ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গাজীপুরে ২৬০টি চোরাই মোবাইল জব্দ, গ্রেপ্তার ৯
২ বছর আগে