বিল বকেয়া
৩০ মাসের বিল বকেয়া, বিএনপি নেতা গয়েশ্বরের বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
৩০ মাসের বিল বকেয়া থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রায়েরবাজারের বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিল খেলাপিদের বিরুদ্ধে অভিযান চলাকালে সোমবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ তথ্য নিশ্চিত করে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা জানান, ৩০ মাস ধরে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, রায়েরবাজারের শেরে বাংলা রোডের গয়েশ্বর রায়ের বাসায় সাতটি ডাবল বার্নার চুলা রয়েছে।
পড়ুন: সিলেট গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপে খনন করবে চীনের ‘সিনোপেক’
বিএনপি নেতা সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে বিল পরিশোধ করেন। এরপর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাসের বিল পরিশোধ করেননি তিনি।
তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৭৮ টাকা।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা বলেন, জরিমানাসহ বকেয়া টাকা পরিশোধ করলে সংযোগ পুনঃস্থাপন করা হবে।
তিতাস সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগ এবং বিল খেলাপিদের সংযোগ বিচ্ছিন্ন করতে কোম্পানিটি তাদের ৩০টি টিমের মাধ্যমে রাজধানীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।
ইতোমধ্যে মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পড়ুন: কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৬
কর্ণফুলী গ্যাসের সাবেক উপমহাব্যবস্থাপকের স্ত্রী কারাগারে
২ বছর আগে