সুপার স্পেশালাইজড হাসপাতাল
বিদেশে চিকিৎসার বিকল্প হবে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’: প্রধানমন্ত্রী
বিদেশে চিকিৎসার বিকল্প হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের আরও বড় পরিসরে আত্মনিয়োগ করতে বলেন।
তিনি বলেন, ‘দেশের সাধারণ ও দরিদ্র জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানে আরও ব্যাপকভাবে আত্মনিয়োগ করার জন্য আমি চিকিৎসকদের অনুরোধ করতে চাই। আপনাকে গ্রামে যেতে হবে এবং গ্রামীণ মানুষের যত্ন নিতে হবে। তাদের সাথে আপনাদের ভালো ব্যবহার করতে হবে।’
২ বছর আগে