ভারী
ভারতে ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে নিহত ১০
ভারতের উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণে দেয়াল ধসে কমপক্ষে ১০ জন মারা গেছেন। শনিবার রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি এ তথ্য জানিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উত্তরপ্রদেশে ও পাশ্ববর্তী দিল্লিতে অবিরাম বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: জি-২০ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে ভারত
এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান,‘রাজ্যের ইটাওয়া জেলাজুড়ে ভারী বর্ষণের কারণে দেয়াল ধসে ১০ জন মারা গেছে। নিহতদের মধ্যে সাত শিশু ছিল।’
পুলিশ আরও জানিয়েছে,বাকি তিনজনের মধ্যে এক বয়স্ক দম্পতিও ছিল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার বন্যা কবলিত এলাকাগুলো আকাশপথে ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক হৃদয়ের মাধ্যমে সংযুক্ত: দোরাইস্বামী
ভারতে দেয়াল ধসে নিহত ৯
২ বছর আগে
৮ বিভাগে ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা!
বুধবার দুপুর ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
চলমান মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অফিস
লঘুচাপ: সাতক্ষীরায় বৃষ্টিপাত অব্যাহত, বেড়িবাঁধের ৩৫ পয়েন্ট ঝুঁকিতে
বৃষ্টির দিনেও ঢাকার বাতাস দূষিত
২ বছর আগে