আর নেই
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন আর নেই
একুশে পদকপ্রাপ্ত টেলিভিশন ও মঞ্চ অভিনেতা জামাল উদ্দিন হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার কানাডার ক্যালগেরির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।
শনিবার যোহরের নামাজের পর সেখানেই তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: বি চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো: জি এম কাদের
সত্তরের দশকের মাঝামাঝি সময়ে নাট্যমঞ্চে অভিনয় শুরু করেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য জামাল উদ্দিন।
পরবর্তীতে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেন।
সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেতা গত ১৫ বছর ধরে অনিয়মিতভাবে অভিনয় করে আসছিলেন।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই
১ মাস আগে
প্রবীণ সাংবাদিক বদিউল আলম আর নেই
জাতীয় প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও কোষাধ্যক্ষ বদিউল আলম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দীর্ঘদিন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউজ টুডের সাবেক সিটি এডিটর বদিউল আলম।
আরও পড়ুন: চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাত সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বদিউল আলমকে দাফন করা হবে।
বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
এক বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতারা।
আরও পড়ুন: লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
১ মাস আগে
ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ভারতের বিখ্যাত গজলশিল্পী ও প্লেব্যাক গায়ক পঙ্কজ উদাস সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত এই গায়কের পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
পঙ্কজ উদাসের মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি- দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ২৬ ফেব্রুয়ারি পদ্মশ্রী পঙ্কজ উদাস মৃত্যু বরণ করেছেন।’
বিশিষ্ট গায়কের মৃত্যুর খবরে তার ভক্ত এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা বি এম কলিমুল্লাহ আর নেই
পঙ্কজ উদাস ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে কেশুভাই উধাস ও জিতুবিন উদাসের ঘরে জন্মগ্রহণ করেন।
তার সবচেয়ে সুপরিচিত গানগুলো হলো- মহেশ ভাট পরিচালিত ১৯৮৬ সালের ক্রাইম থ্রিলার ‘নাম’র ‘চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়’, ১৯৯৮ সালে প্রবীণ ভাটের ‘এক হি মাকসাদ’ ছবির ‘চান্দী জায়সা রং হ্যায় তেরা', ফিরোজ খানের ১৯৮৮ সালের অ্যাকশন থ্রিলার ‘দয়াবন’ ছবির ‘আজ ফির তুম্পে’, ১৯৯১ সালে লরেন্স ডি’সুজার রোমান্টিক ছবি ‘সাজনের’ ‘জিয়ে তো জিয়ে’ এবং আব্বাস-মাস্তানের ১৯৯৩ সালের প্রতিশোধ থ্রিলার ‘বাজিগর’ থেকে ‘ছুপনা ভি নেহি আতা’।
তার গজল ক্যারিয়ারে ‘আহাট’ (১৯৮০) এবং ‘না কাজরে কি ধার’ এর মতো নামী অ্যালবাম তার ট্রাকে অন্তর্ভুক্ত রয়েছে। ‘অউর আহিস্তা কিজিয়ে বাতেঁ’, ‘এক তরফ উসকা ঘর’ এবং ‘থোড়ি থোড়ি পিয়া করো’র মতো গানও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ‘ভালোবাসা’, ‘চোখ তার চোরাবালি’ সহ আধুনিক গানের জন্য বাংলার শ্রোতাদের কাছে ব্যাপকভাবে সম্মানিত।
১৯৮৯ সালে প্রকাশিত ‘ভালোবাসা’অ্যালবামটি।
গজল শিল্প ও ভারতীয় সংগীত শিল্পে তার অবদানের জন্য পঙ্কজ উদাস ২০০৬ সালে ভারতীয় প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পেয়েছিলেন।
আরও পড়ুন: অভিনেতা আহমেদ রুবেল আর নেই
প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
৮ মাস আগে
অভিনেতা আহমেদ রুবেল আর নেই
অভিনেতা আহমেদ রুবেল ইন্তেকাল করেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।
আরও পড়ুন: আহমেদ রুবেল: একজন প্রথিতযশা অভিনয়শিল্পী
পরিচালক নুরুল আলম জানান, ‘পেয়ার সুবাস’র একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে হলে যাওয়ার আগ মুহূর্তে আহমেদ রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আহমেদ রুবেলের বয়স হয়েছিল ৫৫ বছর।
আরও পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাজায় যুদ্ধবিরতি চান অ্যানি লেনক্স
তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
৯ মাস আগে
কুমিল্লা সিটি মেয়র রিফাত আর নেই
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত আর নেই।
বুধবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক শ্যামল নির্বাচিত
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।
২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে পরাজিত করে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।
আরও পড়ুন: খুলনা সিটি করপোরেশনের প্রথম মেয়র সিরাজুল ইসলাম আর নেই
প্রবীণ সাংবাদিক এম ওয়াহিদুল্লাহ আর নেই
১১ মাস আগে
জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক আর নেই
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক বিশিষ্ট জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক গতকাল রাতে মারা গেছেন।
সালিমুল হক ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ছিলেন। তিনি যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) সহযোগী ছিলেন।
এছাড়াও, তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষজ্ঞ উপদেষ্টা গ্রুপের সভাপতি এবং নেদারল্যান্ডসে সদর দপ্তর গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন সম্পর্কিত জ্যৈষ্ঠ উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন: সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন আর নেই
তিনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের অভিযোজন বিশেষজ্ঞ ছিলেন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মূল্যায়ন প্রতিবেদনের প্রধান লেখক ছিলেন। তিনি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনে (ইউএনএফসিসিসি) স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্রুপকে পরামর্শ দিয়েছেন।
অধ্যাপক হক ২০২১ সালের জন্য জাতিসংঘের ফুড সিস্টেম সামিটের সঙ্গে দুর্বলতা, শক এবং স্ট্রেসের স্থিতিস্থাপকতা গড়ে তোলার অ্যাকশন ট্র্যাক ৫ এর কো-চেয়ার হিসেবে যুক্ত ছিলেন।
তিনি শত শত বৈজ্ঞানিক ও জনপ্রিয় নিবন্ধ প্রকাশ করেছেন এবং ২০১৯ সালে জলবায়ু পরিবর্তন নীতিতে শীর্ষ ২০ জন বৈশ্বিক প্রভাবশালী ও জলবায়ু পরিবর্তন বিজ্ঞানে বাংলাদেশের শীর্ষ বিজ্ঞানী হিসেবে স্বীকৃত।
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদানের জন্য ২০২২ সালের নিউ ইয়ার সম্মাননায় তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের (ওবিই) অফিসার নিযুক্ত করা হয়।
আজ বিকাল সোয়া ৪টায় গুলশান সোসাইটি জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: কবি আসাদ চৌধুরী আর নেই
১ বছর আগে
সাবেক বিচারপতি হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমান আর নেই
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমান মারা গেছেন।
বুধবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: বিশিষ্ট উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান আর নেই
তিনি তিন মেয়ে, জামাই, নাতি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা যায়, গত ৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে আসরের নামাজের পর আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহজাহান খান আর নেই
ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
১ বছর আগে
বিশিষ্ট উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান আর নেই
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রখ্যাত উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোকিয়া।
তিনি মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড ও মাইডাস ফাইন্যান্সের চেয়ারপার্সন এবং মিডিয়া স্টার ও এবিসি রেডিওর পরিচালক ছিলেন।
মৃত্যুকালে রোকিয়া দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার রোকিয়ার মরদেহ বাংলাদেশে আনা হবে।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নূরে আলম সিদ্দিকীর অবদান পরবর্তী প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে: প্রধানমন্ত্রী
প্রখ্যাত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন
১ বছর আগে
সাংবাদিক আবদুর রহমান খান আর নেই
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রহমান খান আর নেই।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান রাত ২টা ৩০মিনিটে ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সুইডেন আ. লীগ নেতা ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই
পিরোজপুর আ.লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
সাবেক মন্ত্রী গোলাম মোস্তফা আর নেই
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা মারা গেছেন।
শনিবার (৩ ডিসেম্বর) বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয় ৮৮ বছর। তিনি সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রবিবার আসরের নামাজের পর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সাবেক এমপি শাহজাহান খান আর নেই
লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই
সাংবাদিক ঝুমুরের মায়ের মৃত্যুতে ডিক্যাবের শোক
১ বছর আগে