রানী দ্বিতীয় এলিজাবেথ
হংকংয়ে রেকর্ড ৪৯.৯ মিলিয়ন ডলারে গোলাপী হীরা বিক্রি
হংকংয়ে নিলামে একটি গোলাপী হীরা ৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। শুক্রবার বিক্রি হওয়া হীরার প্রতি ক্যারেটের সর্বোচ্চ দামের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির হংকং ১১ দশমিক ১৫-ক্যারেটের উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হীরাটিকে নিলামে তোলে। যা ৩৯২ মিলিয়ন হংকং ডলারে (৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে) বিক্রি হয়েছে।
দুটি কিংবদন্তি গোলাপী হীরা থেকে এর নাম উইলিয়ামসন পিঙ্ক স্টার রাখা হয়েছে। প্রথমটি হল ২৩ দশমিক ৬০-ক্যারেট উইলিয়ামসন হীরা যা ১৯৪৭ সালে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে বিয়ের উপহার হিসেবে উপহার দেয়া হয়েছিল এবং দ্বিতীয়টি ৫০ দশমিক ৬০-ক্যারেটের পিঙ্ক স্টার হীরা, যা ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭১ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
উইলিয়ামসন পিঙ্ক স্টার নিলামে উপস্থিত হওয়া দ্বিতীয় বৃহত্তম গোলাপী হীরা। রঙিন হীরাগুলোর মধ্যে গোলাপী হীরা সবচেয়ে বিরল ও মূল্যবান।
ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড (৭৭) জানান, এটি একটি অভূতপূর্ব ফলাফল, দুর্বল অর্থনীতির মধ্যেও শীর্ষ হীরার এত বেশি দামে বিক্রি হওয়াটা এর দুস্প্রাপ্যতা প্রমাণ করে।’
তিনি আরও জানান,‘বিশ্বের কিছু উচ্চ মানের হীরার দাম গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে।’
২ বছর আগে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল যুক্তরাজ্য আ.লীগ
রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, লন্ডনে তার অবস্থানকালীন হোটেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন।
১৬ সেপ্টেম্বর কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকা বিষয়কমন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বলডন, লেবার পার্টির বিরোধী দলীয় নেতা স্যার কেয়ার স্টারমারও আলাদাভাবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১৭ সেপ্টেম্বর, যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার সংবর্ধনায় যোগ দেবেন।
১৯ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।
লন্ডন থেকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন।
পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
২ বছর আগে