ডিস মশা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৬৪
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ১৬৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ১৩৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: থামছে না মৃত্যু ও শনাক্তের ঊর্ধ্বগতি, আজও ২ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ৯৮৩ জন ঢাকার মধ্যে এবং ৩৫৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দশ হাজার ৩৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আট হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৯ হাজার ১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে সাত হাজার ২৩১ জন ঢাকার এবং বাকি এক হাজার ৭৮৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।
শুত্রবার দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪২ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৫
ডেঙ্গু: একদিনে আরও ৩৮৯ জন হাসপাতালে ভর্তি
২ বছর আগে