সমাবেশে হামলা
বিএনপির সমাবেশে হামলা: শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি
রাজধানীর মিরপুরে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে শনিবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার সকালে গুলশানের দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
এসময় ফখরুল বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল মহানগর,জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে।
এছাড়া নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল (শনিবার) বিকাল তিনটায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
আরও পড়ুন: অচিরেই দেশব্যাপী সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে: মির্জা ফখরুল
ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি গণতন্ত্রবিরোধী ও সন্ত্রাসী সংগঠন। যারা দেশের মানুষের অধিকার হরণ করেছে।
তিনি আরও বলেন,‘আওয়ামী লীগ অতীতে একদলীয় শাসন কায়েম করেছিল, বর্তমান সময়েও তারা একই কায়দায় একদলীয় শাসন ‘বাকশাল’ কায়েম করতে চায়।’
তিনি বলেন, আ’লীগ অতীতেও একইভাবে বিএনপির নেতাকর্মী ও বিরোধী দলের কর্মসূচিতে হামলা করেছে।
ফখরুল বলেন,‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন যা করতে চায় তা হলো- এখানে যাতে কোনো সুস্থ, নির্বাচনী পরিবেশ না থাকে এবং একটি নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলনে জনগণ যাতে অংশ না নেয়।’
তিনি আরও বলেন, তারা (আ.লীগ) তাদের একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য কোন বিরোধী দল ছাড়াই আরেকটি নির্বাচন করতে চায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পূর্ব নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সংঘর্ষে কমপক্ষে ১০০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপির ঢাকা উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হক বলেন,‘আমরা সমাবেশ করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমাদের কর্মীদের যোগ দিতে বলেছিলাম। আমাদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।’
বিএনপির এই নেতা বলেন,ওইদিন পুলিশও বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এবং কমপক্ষে তাদের ১৫ নেতাকর্মীকে আটক করেছে।
আমিনুল বলেন,নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সমাবেশে এ ধরনের হামলা প্রমাণ করে যে সরকার ফ্যাসিস্ট কায়দায় গণতান্ত্রিক অধিকার রোধ করতে চায়।
এর আগে ১০ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ১৬টি জায়গায় জনসভা করার ঘোষণা দেয় বিএনপি।
ভোলা ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন প্রধান হত্যাকাণ্ডের প্রতিবাদে দলের এই প্রতিবাদ সমাবেশের কর্মসূচি হাতে নেয়া হয়।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট লুটেরা বান্ধব: মির্জা ফখরুল
আ.লীগ সরকার সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে: মির্জা ফখরুল
২ বছর আগে