মিয়ানমার সীমান্ত
কক্সবাজারে ২ কোটি ৭ লাখ টাকার বার্মিজ ইয়াবা জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি সাত লাখ টাকা।
রবিবার কক্সবাজার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মো. মেহেদী হোসেন কবির এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৪ এর একটি দল রবিবার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ (মিয়ানমার) ইয়াবা উদ্ধার করেছে।
এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কমান্ডিং অফিসার।
ইয়াবা হলো মেথামফেটামিন (একটি শক্তিশালী আসক্তি সৃষ্টিকারী) এবং ক্যাফেইনের সংমিশ্রণ, যা ছোটো ছোটো লাল বা গোলাপী বড়ি হিসেবে বিক্রি হয়।
বাংলাদেশে ২০০২ সালে প্রথম ইয়াবা প্রচলিত হয়। এরপর থেকে এর অপব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২
২ বছর আগে
মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ৫
বান্দরবানের তুমব্রু সীমান্তের কাছে জিরো পয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোর নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
নিহত কিশোর মো. ইকবাল জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের মনির আহমেদের ছেলে।
আহতরা হলেন- নবী হোসেন (২২), ভুলু (৪৪) সাজিয়া জান্নাত (১০), আনাচ (১২) ও সাবেকুন্নাহার।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজির মতে, শুক্রবার রাত ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পরপর চারটি মর্টার শেল পড়ে। একটি বিস্ফোরণে ইকবাল ঘটনাস্থলেই নিহত এবং অন্য পাঁচ জন আহত হন।
আরও পড়ুন: সীমান্তে মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
আহতদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর জিরো পয়েন্ট ক্যাম্পের রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।
জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন জানান, নাইক্ষংছড়ি উপজেলার ধুনধুম এলাকায় একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। কেন্দ্রটি পরিবর্তন করে উখিয়ার কতুপালং কেন্দ্রে নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর যুবক গুরুতর আহত হন।
আরও পড়ুন: মিয়ানমার থেকে গুলি চালানোর পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে: পুলিশ
আহত উনুসাই তঞ্চঙ্গ্যা (২২) উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জিরো লাইনে গরু আনতে গেলে তুমব্রু হেডম্যান পাড়ার মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে যুবক উনুসাই গুরুতর আহত হন।
ঘুনধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, বিস্ফোরণে উনুসাই তঞ্চঙ্গ্যা তার বাম পা হারিয়েছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
তিনি জানান, এঘটনার পর পরই তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে এই পর্যন্ত ১২টি মর্টার শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় মিয়ানমার কর্তৃপক্ষকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ বছর আগে