খুলনা-পাইকগাছা মহাসড়ক
সাতক্ষীরায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত
সাতক্ষীরার তালায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার চার বছর বয়সী শিশুকন্যা তাবাচ্ছুম গুরুতর আহত হয়।
মঙ্গলবার দুপুরে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
নিহত তানিয়া খাতুন (২২) খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
এ সময় পুলিশ ঘাতক ট্রাকসহ এর চালক সাদ্দাম হোসেনকে আটক করেছে।
নিহতের ভাই হাবিবুর রহমান মোড়ল জানান, তার বোন তানিয়া তার চার বছরের শিশুকন্যাকে নিয়ে মঙ্গলবার তালায় ডাক্তার দেখিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল।
এ সময় খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তানিয়াকে বহনকারী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় সে ইজিবাইক থেকে ছিটকে রাস্তার ওপর পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় আহত হয় শিশুকন্যা তাবাচ্ছুম। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং এর চালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: অভয়নগরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
২ বছর আগে
খুলনা-পাইকগাছা মহাসড়কে বাস উল্টে নিহত ১
সাতক্ষীরার তালার শাহাপুর এলাকায় বাস উল্টে একজন নিহত এবং সাত জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস উল্টে ২ যাত্রী নিহত
নিহত সাজ্জাদ আলী সরদার (৫০) তালা উপজেলার পাটকেলঘাটার আমানুল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এই সময় বাসে থাকা সাত জন যাত্রী আহত হন। তাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২ বছর আগে