রাষ্ট্রব্যবস্থা
সরকার রাজনীতিকরণ করে রাষ্ট্রব্যবস্থাকে বিভক্ত করেছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার রাজনীতিকরণের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে বিভক্ত করেছে।
তিনি বলেন, ‘আপনি যদি আদালতে যান তাহলে সঠিক বিচার পাবেন না। আপনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বিএনপি না আওয়ামী লীগ করেন। যদি আপনার বিএনপির পরিচয় থাকে তাহলে কোনও সহযোগিতা পাবেন না। বরং আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে তারা।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সনের অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার স্মরণে একটি আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা
আরও পড়ুন: ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান সেটিই বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী
মহানগর দক্ষিণের তিন নেতা রাতে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে ফেরার পথে তারা হামলার শিকার হন এবং তাদেরকে একটি মামলায় জড়ানো হয়।
ফখরুল বলেন, ‘সরকার ১২-১৫ বছরের মধ্যে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। এমন কোনও জায়গা নেই যেখানে রাজনৈতিক পরিচয়ে বিভাজন করা হয়নি।’
বিএনপি নেতা বলেন, তিনি ব্যথিত, কারণ দেশের মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানসমূহ বিভক্ত হয়ে গেছে। ‘এই বিভাজন কখনও কোন জাতিকে সামনে এগিয়ে
নেয় না। জাতি কেবল ঐক্যবদ্ধভাবে সামনে এগুতে পারে, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে করেছিলেন।
বিএনপি নেতা আরও বলেন, ‘আমি প্রায়ই বলি আমরা খারাপ পরিস্থিতির মধ্যদিয়ে সময় পার করছি। সরকার মিথ্যাচার, অপকর্ম ও দুর্নীতির মা্ধ্যমে সবকিছু ধ্বংস করেছে।’
ফখরুল বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচনের মা্ধ্যমে সংসদে সত্যিকার জনপ্রতিনিধি না থাকায় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ধ্বংস হয়েছে, রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। ‘আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করব? এখন সেটাই বড় প্রশ্ন।
ভবিষ্যৎ প্রজন্ম যাতে শান্তিতে বাঁচতে পারে সেজন্য দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জনগণকে সামগ্রিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশের প্রতি ও সাংস্কৃতিক অঙ্গনে গাজী মাজহারুল আনোয়ারের অবদানের কথা পুর্নব্যক্ত করে ফখরুল বলেন, তিনি ছিলেন আলোকবর্তিকা। তিনি আমাদের কাছে একজন তারকা। ‘আমরা তার গান, চরিত্র ও কর্ম দিয়ে অনুপ্রাণিত হই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মোশাররফ হোসেন মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:এই সরকারের অধীনে আর নির্বাচন নয়: ফখরুল
শিগগিরই সরকারবিরোধী ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা পেশ করা হবে: ফখরুল
২ বছর আগে