বিভক্ত
বিশ্বকাপ জ্বরে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত কুষ্টিয়া!
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার বাকি মাত্র একদিন। বিশ্বকাপ আসলেই বাংলাদেশে শুরু হয়ে যায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের যুক্তিতর্ক উপস্থাপন, কে জিতবে এবার! ইতোমধ্যে এ নিয়ে জল্পনা-কল্পনা ও একে-অপরের সঙ্গে সমর্থন প্রকাশের লড়াই শুরু হয়ে গেছে।
সর্বত্র উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা।
সারা বিশ্বের ফুটবল ভক্তদের মতো বাংলাদেশের কুষ্টিয়ার ফুটবলপ্রেমীরাও উচ্ছ্বসিত।
এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে জেলার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের বাকচি সাতপাখিয়া ও খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জের ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা এক মাস ধরে রাস্তার দুই পাশে গাছে ও খুঁটিতে তাদের প্রিয় দলের পতাকা লাগিয়েছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
এখানকার ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় দলের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা জানাতে বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো, পতাকা উত্তোলনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই কাজের অংশ হিসেবে তারা ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি বিশাল পতাকা তৈরি করে।
আর্জেন্টিনার পতাকাটি প্রায় এক হাজার ৫০ হাত ও ব্রাজিলের পতাকাটি প্রায় ৮৫০ হাত লম্বা।
২০১০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা এই ধরনের পতাকা টাঙিয়ে আসছে।
এসব পতাকা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসছেন গোপগ্রামে।
আর্জেন্টিনা সমর্থক শামীম বলেন, ‘এ বছর ভালো খেলছে প্রিয় দল আর্জেন্টিনার খেলোয়াড়েরা। আশা করি ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কাপটা আমরাই দখল করব।’
অন্যদিকে ব্রাজিলের সমর্থক রাশিদুল বলেন, ‘'আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন। এইবার আমরা কাপ নেব। তবে ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘এতে কোনো সমস্যা নেই যে লোকেরা তাদের নিজ নিজ দলকে সমর্থন করবে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবগত রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ২০২২: স্টোকসের নেতৃত্বে শিরোপা জয়ী ইংল্যান্ড
২ বছর আগে
সরকার রাজনীতিকরণ করে রাষ্ট্রব্যবস্থাকে বিভক্ত করেছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার রাজনীতিকরণের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে বিভক্ত করেছে।
তিনি বলেন, ‘আপনি যদি আদালতে যান তাহলে সঠিক বিচার পাবেন না। আপনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বিএনপি না আওয়ামী লীগ করেন। যদি আপনার বিএনপির পরিচয় থাকে তাহলে কোনও সহযোগিতা পাবেন না। বরং আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে তারা।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সনের অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার স্মরণে একটি আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা
আরও পড়ুন: ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান সেটিই বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী
মহানগর দক্ষিণের তিন নেতা রাতে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে ফেরার পথে তারা হামলার শিকার হন এবং তাদেরকে একটি মামলায় জড়ানো হয়।
ফখরুল বলেন, ‘সরকার ১২-১৫ বছরের মধ্যে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। এমন কোনও জায়গা নেই যেখানে রাজনৈতিক পরিচয়ে বিভাজন করা হয়নি।’
বিএনপি নেতা বলেন, তিনি ব্যথিত, কারণ দেশের মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানসমূহ বিভক্ত হয়ে গেছে। ‘এই বিভাজন কখনও কোন জাতিকে সামনে এগিয়ে
নেয় না। জাতি কেবল ঐক্যবদ্ধভাবে সামনে এগুতে পারে, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে করেছিলেন।
বিএনপি নেতা আরও বলেন, ‘আমি প্রায়ই বলি আমরা খারাপ পরিস্থিতির মধ্যদিয়ে সময় পার করছি। সরকার মিথ্যাচার, অপকর্ম ও দুর্নীতির মা্ধ্যমে সবকিছু ধ্বংস করেছে।’
ফখরুল বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচনের মা্ধ্যমে সংসদে সত্যিকার জনপ্রতিনিধি না থাকায় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ধ্বংস হয়েছে, রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। ‘আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করব? এখন সেটাই বড় প্রশ্ন।
ভবিষ্যৎ প্রজন্ম যাতে শান্তিতে বাঁচতে পারে সেজন্য দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জনগণকে সামগ্রিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশের প্রতি ও সাংস্কৃতিক অঙ্গনে গাজী মাজহারুল আনোয়ারের অবদানের কথা পুর্নব্যক্ত করে ফখরুল বলেন, তিনি ছিলেন আলোকবর্তিকা। তিনি আমাদের কাছে একজন তারকা। ‘আমরা তার গান, চরিত্র ও কর্ম দিয়ে অনুপ্রাণিত হই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মোশাররফ হোসেন মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:এই সরকারের অধীনে আর নির্বাচন নয়: ফখরুল
শিগগিরই সরকারবিরোধী ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা পেশ করা হবে: ফখরুল
২ বছর আগে