আবাসন খাত
আবাসন খাতে পণ্যের দাম-মান নির্ধারণে ‘মনিটরিং সেল’ গঠনের দাবি রিহ্যাব নেতাদের
আবাসন খাতসংশ্লিষ্ট নির্মাণসামগ্রীর দাম ও পণ্যের মান নির্ধারণে ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জানিয়েছে রিহ্যাব।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে মত বিনিময় সভায় এ দাবি জানান রিহ্যাব নেতারা।
নেতারা জানান, আগের শুরু হওয়া প্রকল্প নিয়ে গভীর সংকটে পড়েছেন অনেকে। কারণ চুক্তির বাধ্যবাধকতার কারণে বর্তমানে নির্মাণসামগ্রীর দাম বাড়লেও ক্রেতার কাছ থেকে বাড়তি অর্থ আদায় করতে পারছেন না। এখন নির্মাণসামগ্রীর দাম যে হারে বাড়ছে, তাতে ফ্ল্যাটের ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন: গ্রামাঞ্চলের আবাসন ব্যবস্থায়ও শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
আবাসন খাত আগের যেকোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জের মুখে রিহ্যাব নেতারা বলেন, ক্রয়-বিক্রয় চুক্তি থাকায় এখন নির্মাণসামগ্রীর দাম বাড়লেও ফ্ল্যাটের দাম বাড়ানো যায় না। আবার যেসব ফ্ল্যাট অবিক্রিত থাকে, সেগুলোর দাম বেশি হওয়ায় ক্রেতাও পাওয়া যায় না।
দেশে নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের কার্যকরী তেমন কোনো ব্যবস্থা নেই কিন্তু নিরাপত্তার স্বার্থে মান যাচাই করা খুবই জরুরি বলে দাবি জানান নেতারা।
এ সময় নির্মাণসামগ্রীর দাম ও পণ্যের মান বজায় রাখার জন্য মন্ত্রণালয়, রিহ্যাব, এফবিসিসিআই এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সমন্বয়ে একটি ‘মনিটরিং সেল’ গঠন করার দাবি জানান রিহ্যাব নেতারা।
রিহ্যাবের দাবির বিষয়ে পর্যালোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী।
মত বিনিময় সভায় রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (১ম) সাবেক সংসদ সদস্য লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট (২) মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা ছিলেন।
আরও পড়ুন: সরকার সবার জন্য আবাসন নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী
৮ মাস আগে
ডিবিএইচের রংপুর শাখার উদ্বোধন
দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) সম্প্রতি রংপুর শহরে তাদের ১৪তম শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের নতুন এ শাখাটি শহরের খান বাহাদুর আব্দুর রউফ প্লাজা (৪র্থ তলা) বাড়ি নং-১, সড়ক নং-১, স্টেশন রোডে অবস্থিত।
রবিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিবিএইচের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রংপুর শহরে আবাসন খাতের ব্যাপ্তি বেড়েছে। দেশের গৃহঋণের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসাবে ডিবিএইচ এ অঞ্চলের মানুষদের যেকোনো আবাসিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর শহরের আবাসন খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন: ২০ লাখ টাকা পর্যন্ত ঋণের ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট লাগবে না: এনবিআর
এছাড়াও ডিবিএইচের ডিএমডি ও হেড অব ক্রেডিট এ.কে.এম. তানভির কামাল, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ, হেড অব লোন অপারেশনস মো. জাকারিয়া ইউসুফ, হেড অব ডিপোজিটস, বিজনেস প্ল্যানিং ও অল্টারনেট চ্যানেলস সাবেদ বিন আহসানসহ প্রতিষ্ঠানটির ঊধর্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে যাত্রা শুরুর পর গত ২৫ বছর ধরে দেশের আবাসন খাতে ঋণ সুবিধা প্রদান করছে ডিবিএইচ ফাইন্যান্স, যা আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। কোম্পানিটি ধারাবাহিকভাবে বিগত ১৭ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে।
ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতেও ডিবিএইচ ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
পড়ুন: মোবাইল ব্যাংকিংয়ে মাসিক লেনদেন ১.১১ লাখ কোটি টাকার বেশি
বিশেষ ব্যবস্থাপনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চায় বিজিএমইএ
২ বছর আগে