বাংলাদেশ-নেপাল
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-নেপালের একসঙ্গে কাজ করার অঙ্গীকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও নেপাল।
বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির এক বৈঠকে এই অঙ্গীকার ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ ও নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় এ বছরের মে মাসে নেপালে আয়োজিত হতে চলা ‘সাগরমাথা সম্মেলনে’ যোগ দিতে পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত।
আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসনে খাল খনন চলমান থাকবে: পানি সম্পদ উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্বনেতা, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও জানান তিনি।
রাষ্ট্রদূতের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এই সম্মেলনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেও নেপালের রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।
রাষ্ট্রদূত ভান্ডারি জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে তিন জাতির পরিবেশ-বিষয়ক একটি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পরিবেশ উপদেষ্টা ও নেপালের রাষ্ট্রদূত।
৩০ দিন আগে
বাংলাদেশ-নেপালের মধ্যে জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা নিয়ে আলোচনা করলেন অধ্যাপক ইউনূস-প্রধানমন্ত্রী ওলি
বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা, জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
নিউইয়র্ক সময় বুধবার বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এক বৈঠকে এ নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে বাংলাদেশে নেপালের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টিও উঠে আসে।
আরও পড়ুন: বাংলাদেশের সংস্কারে ৩৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক: অজয় বাঙ্গা
নেপালের প্রধানমন্ত্রী ওলি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। নেপাল-বাংলাদেশ সম্পর্ক, জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা সম্পর্ক এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানির জন্য আগামী মাসে একটি চুক্তি হতে পারে।
আলম বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের গভীর সম্পর্ক রয়েছে।
অধ্যাপক ইউনূস ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ার; পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ; জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক; বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল সিইও মার্ক সুজম্যানের সঙ্গেও বৈঠক করেন।
এছাড়াও জাতিসংঘের সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং মানবাধিকার কর্মকর্তাদের ও সামাজিক অধিকার বিষয়ক সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
অধ্যাপক ইউনূস নিউইয়র্ক টাইমসের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি কথোপকথনেও যোগ দেন যা নিউইয়র্ক টাইমস স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয়।
আরও পড়ুন: বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ এবং সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন
২০৬ দিন আগে
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল লাইভ স্ট্রিমিং: কখন, কোথায় বাংলাদেশ-নেপাল ফাইনাল দেখা যাবে
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২২ এর ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেপাল ও বাংলাদেশ উভয় দলই শিরোপা জয়ের কথা জানিয়েছে।
কখন, কোথায় ও কীভাবে বাংলাদেশ বনাম নেপাল সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন তা জেনে নিন।
আরও পড়ুন: সাফ মহিলা চ্যাম্পস: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সোমবার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
যেখানে ম্যাচটি সরাসরি দেখবেন
বাংলাদেশ-নেপাল মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে এলেভেন স্পর্টস ডটকম (Elevensports.com) ও লাইভ সকার টিভি ডটকম (livesoccertv.com) এই ওয়েব ঠিকানায়।
বাংলাদেশি ফুটবল ভক্তরা ইলেভেন স্পোর্টসে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এছাড়া, বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
শুক্রবার দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ শিরোপায় ফাইনালে উঠে নেপাল।
এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০১৬ সালের পর এই টুর্নামেন্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। সেবারের শিরোপার দৌড়ে স্বাগতিক ভারতের কাছে ফাইনালে ১-৪ গোলে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
বাসসের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, তার দল এখন সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরের শিরোপা জয়ের লক্ষ্যের দ্বারপ্রান্তে রয়েছে।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের বিপক্ষে প্রথম জয়, সেমিফাইনালে বাংলাদেশ
৯৪৪ দিন আগে