এম এ মালেক চৌধুরী
মেজর (অব.) এম এ মালেক চৌধুরী আর নেই
মেজর (অবসরপ্রাপ্ত) এম এ মালেক চৌধুরী সোমবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার জামাতা ও অ্যাসোসিয়েটেড প্রেস(এপি)-এর বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম জানান, মালেক চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: যশোরের আ.লীগ নেতা নুরুজ্জামান আর নেই
মৃত্যুকালে তাঁর স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রয়েছেন।
ঢাকা সিএমএইচ জামে মসজিদে আসরের নামাজের পর নামাজে জানাযা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেন।
গাইবান্ধার বাসিন্দা চৌধুরী ১৯৬৮ সালের ১৯ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং পরে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বৃহত্তর ময়মনসিংহ এলাকার সীমান্তে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন।
এছাড়া চৌধুরী কক্সবাজার এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও চোরাচালান রোধে তৎকালীন বাংলাদেশ বর্ডার গার্ড ফোর্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা আবুল হাসনাত আর নেই
বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই
২ বছর আগে