গুদামে আগুন
চট্টগ্রামে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার সিটি গেট-সংলগ্ন ‘গার্টেক্স গার্মেন্টস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১২ জুন) সকাল পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন গার্মেন্টস সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন লাগার সংবাদ আমরা পেয়েছি। আমাদের আগ্রাবাদ অফিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। প্রয়োজন হলে আরও ইউনিট পাঠানো হবে।’
আরও পড়ুন: সিলেটে আগুনে পুড়ে গেছে ৯ দোকান ও ৪ অটোরিকশা
স্থানীয়রা জানান, সকালে গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় গার্মেন্টস থেকে বের হয়ে শ্রমিকরা আশপাশে ভিড় জমায়।
সরেজামিনে দেখা যায়, পুরুষ কর্মীরা আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত। কর্মী ও স্থানীয়দের চোখেমুখে আতঙ্কের ছাপ। পাশেই অবস্থিত মোস্তফা হাকিম কিন্ডার গার্টেন স্কুলে ছুটির ঘণ্টা বাজানো হয়।
গার্মেন্টসের নিরাপত্তা কর্মী বিশ্বেন্দ্র দাশ বলেন, ‘গার্মেন্টসের গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমাদের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, কারেন্টের (বৈদ্যুতিক) শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। গুদামে সব ইন্টেক (নতুন) কাপড় বাইরে পাঠানোর আগে রাখা হয়। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।’
আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বিজিবি
৬ মাস আগে
টঙ্গীর গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে একটি গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণের আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীর এরশাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সকালে টঙ্গীর মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের ভাড়া দেয়া একটি গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামের বিভিন্ন ধরনের মেশিন, কাগজপত্রসহ বিপুল পরিমান মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে রেস্তোরাঁয় আগুন
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
২ বছর আগে