সাফজয়ী
সিরাজগঞ্জে সাফজয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে আঁখি খাতুন বলেন, ‘খুব ভালো লাগছে। আজ আমার খুশির দিন। আমাকে সংবর্ধনা দেয়ার জন্য ধন্যবাদ। এখন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’
আরও পড়ুন: রাঙামাটিতে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা
তিনি বলেন, আপনারা আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সমর্থন আগামী দিনে আমার মনোবল দৃঢ় করবে।
এ সময় স্থানীয় এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, আঁখি খাতুন সিরাজগঞ্জের গর্ব। নারীদের পথ চলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী হয়েছে।
তিনি বলেন, এ সাফল্যের যাত্রা সবে শুরু হলো। এ যাত্রা যেন থেমে না যায়। নারী খেলোয়াড়দের হাত ধরে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাবেক নারী ফুটবলার রেহেনার খাদ্য সহায়তা অব্যাহত
জানুয়ারি থেকে নিয়মিত বেতন পাবেন নারী ফুটবলাররা
২ বছর আগে
দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল
ফাইনালে নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বুধবার দুপুর দেড়টার দিকে দলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়।
এদিকে নারী ফুটবল দল ঢাকায় অবতরণের আগেই হাজার হাজার ফুটবলভক্ত তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে থাকেন। তারা নারী ফুটবলারদের নাম দিয়ে স্লোগান দিচ্ছিল।
আসরে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশ ২৩ গোলের বিপরীতে ফাইনালে মাত্র একটি গোল হজম করেছে।
পড়ুন: বাঘিনীদের বিজয়যাত্রা: ছাদখোলা বিজয়ীদের বাস যে রুট দিয়ে যাবে
২ বছর আগে