নারী ফুটবল দল
নারী ফুটবল দলসহ একুশে পদক-২০২৫ পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি
খেলাধুলা ক্যাটাগরিতে নারী ফুটবল দলসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবার ১৪ বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৫’র জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
এই তালিকায় রয়েছেন— শিল্পকলা(চলচ্চিত্র) ক্যাটাগরিতে আজিজুর রহমান (মরনোত্তর), শিল্পকলায় (সংগীত) ফেরদৌস আরা, শিল্পকলায় (আলোকচিত্র) নাসির আলী মামুন, শিল্পকলায়(চিত্রকলা) রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা(মরনোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজ সেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ(মরণোত্তর) ও শহীদুল জহির(মো.শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান।
এছাড়া খেলাধুলা ক্যাটাগরিতে নেপালে অনুষ্ঠিত সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্যের জন্য এবার পদকটির জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম আর নেই
৫০ দিন আগে
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ পেলেন ৪ নারী ও জাতীয় নারী ফুটবল দল
নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারী ও জাতীয় মহিলা ফুটবল দলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই চার নারী হলেন- রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষায় অনিমা মুক্তি গোমেজ, সংস্কৃতি ও ক্রীড়ায় নাসিমা জামান ববি এবং গবেষণায় ডা. সেঁজুতি সাহা।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক।
আরও পড়ুন: ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারি বন্ধে জরুরি পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান বাংলাদেশের
বঙ্গমাতার গৌরবোজ্জ্বল জীবনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুন তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানের স্মরণে ২০২১ সালে এই সম্মানজনক পুরস্কার চালু করা হয়।
আটটি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সর্বোচ্চ পাঁচটি মহিলা ও দলকে এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: কঁচা নদীর ওপর বঙ্গমাতা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৫৯৮ দিন আগে
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ৫১ লাখ টাকা পুরস্কার তুলে দিল বিসিবি
ছয় মাসেরও বেশি সময় আগে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে তাদের অত্যাশ্চর্য বিজয়ের স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মহিলা ফুটবল দলকে ৫০ লাখ টাকার বেশি পুরস্কার দিয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের জয়ের পর পুরস্কার ঘোষণা করে বিসিবি।
বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা সেপ্টেম্বরে তাদের কাছে ব্যাংকের চেক ইস্যু করেছিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্যক্তিগতভাবে তাদের দলের কাছে হস্তান্তর করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সময়সূচি খেলোয়াড়দের সঙ্গে মেলেনি বলে আমরা তা করতে পারিনি। যেহেতু এই সময়ের মধ্যে চেকগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, আমাদের সেগুলো পুনরায় জারি করতে হয়েছিল।’
আরও পড়ুন: সাফ জয়ী মাসুরার বাস খাস জমিতে!
সাফের ফাইনালে খেলা সব খেলোয়াড় পেয়েছেন দুই লাখ করে টাকা। বাকি ১২ জন খেলোয়াড়ের মধ্যে ছয়জন পেয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাকি ছয়জন পেয়েছেন ১ লাখ টাকা।
ক্যাপ্টেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও রূপনা চাকমা পেয়েছেন অতিরিক্ত দুই লাখ টাকা।
এছাড়াও, মহিলা দলের কর্মকর্তারা বিসিবির কাছ থেকে পেয়েছেন এক লাখ করে টাকা।
আরও পড়ুন: নারী অলিম্পিক ফুটবল: 'আর্থিক সীমাবদ্ধতায়' এশিয়ান বাছাইপর্ব থেকে ছিটকে পড়ল বাংলাদেশ
৭২২ দিন আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: সাতক্ষীরায় উষ্ণ সংবর্ধনা পেলেন অধিনায়ক সাবিনা
সাফ নারী চ্যাম্পিয়ানশিপে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে তার নিজ জেলা সাতক্ষীরায় শুক্রবার সকালে সংবর্ধনা দেয়া হয়েছে।
পরে বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাবিনাকে ছাদখোলা গাড়িতে করে পুরো শহর ঘোরানো হয়। এ সময় সড়কের দু’পাশে দর্শনার্থীরা ফুল দিয়ে, হাত নেড়ে তাকে অভিনন্দন জানান।
সাবিনাকে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জাননো হয়।
আরও পড়ুন: সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ: রাণীশংকৈলে সোহাগী ও স্বপ্নার জন্য সংবর্ধনার অপেক্ষা
সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাফজয়ী অধিনায়ক সাবিনা বলেন, সাতক্ষীরাবাসী আমাকে যেভাবে সম্মান দেখিয়েছে তাতে আমি আপ্লুত, খুশি রাখার জায়গা নেই। ফুটবল নিয়ে ১২টি বছর মাঠে সংগ্রাম করে আজ লক্ষ্যে পৌঁছেছি।
৯১৭ দিন আগে
দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল
ফাইনালে নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বুধবার দুপুর দেড়টার দিকে দলটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়।
এদিকে নারী ফুটবল দল ঢাকায় অবতরণের আগেই হাজার হাজার ফুটবলভক্ত তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে থাকেন। তারা নারী ফুটবলারদের নাম দিয়ে স্লোগান দিচ্ছিল।
আসরে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশ ২৩ গোলের বিপরীতে ফাইনালে মাত্র একটি গোল হজম করেছে।
পড়ুন: বাঘিনীদের বিজয়যাত্রা: ছাদখোলা বিজয়ীদের বাস যে রুট দিয়ে যাবে
৯১৯ দিন আগে