ঝিকরগাছা
চার দিবস সামনে রেখে সেজে উঠেছে ‘ফুলের রাজধানী’ গদখালি
নববর্ষসহ চার দিবসকে সামনে রেখে উৎসবের আমেজে সেজে উঠেছে ‘ফুলের রাজধানী’ খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি। আসন্ন নতুন বছরকে কেন্দ্র করে গদখালিতে বিপুল অঙ্কের ফুল বিকিকিনি হবে বলে আশা করছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর গদখালিতে ৬৩৮ হেক্টর জমিতে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুলের চাষ করেছেন চাষিরা। শীতকালের এই সময়টাকে ফুলের ভরা মৌসুম হিসেবে ধরা হয়। এই মৌসুমেই খ্রিস্টীয় নববর্ষ, বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন্স ডে ও শহীদ দিবস লক্ষ্য করে চাষিরা ফুলখেতের নিবিড় পরিচর্যা করে থাকেন।
গদখালির পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ইতোমধ্যেই ফুল তুলতে শুরু করেছেন চাষিরা। ভোর থেকেই রঙিন ফুলের ঝুড়ি নিয়ে বাজারে ভিড় করছেন তারা। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও খুচরা ব্যবসায়ীদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে মোকাম। তাই গত কয়েক বছরের তুলনায় এবার বেশি লাভবান হওয়ার আশা করছেন চাষিরা।
বিক্রেতারা বলছেন, এ বছর রজনীগন্ধার গুচ্ছ ১০ থেকে ১৫ টাকা, গাঁদা হাজার প্রতি ১০০ থেকে ১৫০ টাকা এবং গোলাপ প্রকারভেদে প্রতিটি ৪ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
৭ দিন আগে
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসিড নিক্ষেপ, নারী-শিশুসহ দগ্ধ ৩
যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী-শিশুসহ এক পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গদখালী গ্রামে ঘটনাটি ঘটে।
অ্যাসিড-দগ্ধরা হলেন— ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)।
স্থানীয়রা জানান, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচারক জসিম উদ্দিন (৩৫) রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গতকাল (বৃহস্পতিবার) রাত সোয়া ৮টার দিকে ঘরের জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন।
আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: শিশু ধর্ষণ ও হত্যার পর মুখে অ্যাসিড: অপরাধীদের সবাই কিশোর
১৭৩ দিন আগে
ঝিকরগাছায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিন (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
নিহতের চাচা নাহিদ হোসেন বলেন, দুই শিশু বাড়ির উঠানে সকালে খেলা করছিল। পরে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে প্রতিবেশী আকবর আলীর পুকুরপাড়ে খুঁজতে গেলে পুকুরের কিনারায় বাচ্চাদের ভেসে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, দুপুর সারে ১২টার দিকে বাচ্চা দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২৫১ দিন আগে
যশোরে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু
যশোরের ঝিকরগাছায় চার দিনব্যাপী ফুল উৎসবের উদ্বোধন হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদার।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের মেলায় ফুল উৎপাদক, ব্যবসায়ী ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেছে। মেলায় ১৪টি স্টলে এ অঞ্চলের বিভিন্ন পণ্য ব্রান্ডিং করা হয়েছে। দর্শনার্থীরা সেখান থেকে পণ্য কিনছে ও ঘুরে দেখছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মানুষ এখন কক্সবাজার, সিলেট, বান্দরবান, রাঙামাটি বেড়াতে যায়। একইভাবে মানুষ যশোরেও বেড়াতে আসবে। পর্যটক আসার মতো অনেক কিছুই যশোরে রয়েছে। এরমধ্যে এখন অন্যতম হয়ে উঠেছে গদখালীর ফুল বাগান ও চাষাবাদ। মানুষ এখান থেকে ফুল কিনছে ও ঘুরে ঘুরে আনন্দ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
আরও পড়ুন: চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু হচ্ছে আজ
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।
চাষিদের মধ্যে বক্তব্য দেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম ও নারী উদ্যোক্তা সাজেদা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উৎসব চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এছাড়াও বিভিন্ন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন: ফুল ভাসিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর ৩ দিনের বৈসাবি উৎসব শুরু
৬৯২ দিন আগে
যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় সকালে হাঁটতে বের হয়ে ট্রেনে কাটা পড়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দপাড়া নামক এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নিহত শাহাজাহান আলী মোড়ল গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ আনারুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। সকালে তিনি সৈয়দপাড়া রেললাইনের উপর দিয়ে হেঁটে বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।
তিনি আরও জানান, কোন ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটেছে তা কেউই বলতে পারছে না। আনুমানিকভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
৭৭৮ দিন আগে
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন (২৪) একই জেলার মনিরামপুর উপজেলার দোলনগর গ্রামের আরশাদ আলীর ছেলে। আহত আলমগীর হোসেন (৩০) সাতক্ষীরা জেলার মাধবকাঠী গ্রামের কেরামত আলীর ছেলে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে সাগর হোসেন ও আলমগীর যশোরের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে যশোরে-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে পৌঁছালে, এক সাইকেলআরোহী হঠাৎ করে তাদের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল চালক আলমগীর তাকে বাঁচাবার জন্য ব্রেক করে। এতে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা সাগর ও আলমগীরকে সেখান থেকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আর আহত আলমগীরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ক্রমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
৮০৯ দিন আগে
যশোরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ দক্ষিণপাড়া মাঠের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ জুলাই) বিকালে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু দুইটি লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।
নিহত পরশ হোসেন (১৩) উপজেলার নাভারণ বেলেরমাঠ গ্রামের মহাসিন হোসেনের ছেলে। সে ইয়াকুব ভুঁইয়া শিশু একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র। অপর নিহত শিশু সৈকত হোসেন (১৩) একই এলাকার সাগর হোসেনের পুত্র। সে যশোরের একটি মাদরাসায় অধ্যায়নরত ছিল। তারা দু’জন সম্পর্কে খালাতো ভাই।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু
স্থানীয়রা জানান, মাঠে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিল পরশ ও সৈকত। খেলা শেষে তারা পুকুরে গোসলে নামে। সেখানেই ডুবে মারা যায়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজা স্প্রে করার জন্য পুকুর থেকে পানি নিতে এসে দুটি শিশুর লাশ ভাসতে দেখে। পরে আমাকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশকে জানাই।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
কুড়িগ্রামের নদীর পানিতে ডুবে বর্গাচাষির মৃত্যু
৯০৫ দিন আগে
ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
যশোরের ঝিকরগাছায় ২৪০০ টাকা পাওনা আদায়ের জেরে এক যুবকের বিরুদ্ধে তার বন্ধুকে খুনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিওরদাহ গ্রামে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ইমরান সর্দার (২৩) শিওরদাহ গ্রামের মোহাম্মদ আজিজুর সরদারের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ধারের ১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
নিহত আল আমিন (২৫) বাউশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের সঙ্গে অভিযুক্ত ইমরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শনিবার রাত দেড়টার দিকে আল আমিন তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ির দুই তলার ছাদে অবস্থান করছিল।
খবর পেয়ে ইমরান তার পাওনা ২৪০০ টাকা আদায়ের জন্য সেখানে যায়। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে রড দিয়ে আল আমিনের মাথায় বাড়ি দিলে সে ছাদের ওপর লুটিয়ে পড়ে। পরে সে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায়।
রবিবার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করেছে।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় নিহতের নানা মোসলেম আলী বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করেছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান জানান, অভিযুক্ত ইমরান সর্দার ও নিহত আল আমিন একে অপরের বন্ধু ছিল। শনিবার গভীর রাতে পাওনা টাকা আদায়ে কথা কাটাকাটির জেরে ইমরান রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরদিন সকালে তাকে হাসপাতালে পাঠালে সেখানে সে মারা যায়। এ ঘটনায় ঘাতক ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যায় ব্যবহৃত রড ও একটি রক্তমাখা জামা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে মদ নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতে বন্ধু খুন
সুনামগঞ্জে লেনদেনের অর্থ নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন
৯১৯ দিন আগে
ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতেএক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার খালাতো ভাই আরমান হোসেন (১৫) নামের আরও এক কিশোর।
বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধানখেতে সার দিতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহত তুহিন কবীর (১৬) যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার কামাল ব্যাপারীর ছেলে। সে নবীবনগর গ্রামে নানা আবুল গাজির বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত আরমান হোসেন ঝিকরগাছার নবীবনগর গ্রামের ইয়াহিয়া হোসেনের ছেলে ও সম্পর্কে নিহতের খালাতো ভাই।
আরমানকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, তুহিন কবীর সকালে আরমানের সঙ্গে মাঠে টমেটো তুলতে গিয়েছিল। এ সময় বজ্রপাত হলে টমেটোখেতে তুহিন কবিরের মৃত্যু হয় ও আরমান আহত হয়।
গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল বজ্রপাতে মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শরীয়তপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
১০১৪ দিন আগে
ঝিকরগাছায় বাস থেকে ৭৪০০ পিস ইয়াবা জব্দ
যশোরের ঝিকরগাছায় একটি যাত্রীবাহী বাস থেকে সাত হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাভারণ মোড়ে সাতক্ষীরা-যশোরগামী ‘বাবলু পরিবহন’ তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৪
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাস তল্লাশি করে তাদের অধীনস্থ আমড়াখালী বিজিবি।
এসময় সিটের নীচে লুকানো অবস্থায় ছয়টি ছোট পলিথিনে মোড়ানো সাত হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার সিজার মুল্য ২২ লাখ ২০ হাজার টাকা বলে জানা যায়।
তিনি আরও জানান, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরে কোটি টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
১০৩২ দিন আগে