রূপনা
সাফজয়ী নারী ফুটবলার রূপনার ঘর নির্মাণকাজের উদ্বোধন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি নির্মাণকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়াদাম এলাকায় রূপনা চাকমার বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের পর মিষ্টি, ফল, ফুল ও নগদ অর্থ নিয়ে ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাবেক নারী ফুটবলার রেহেনার খাদ্য সহায়তা অব্যাহত
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাফ জয়ী সেরা গোলরক্ষক রুপনার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়।
বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তারই ধারাবাহিকতার দেশ সেরা গোলরক্ষক রুপনার বাড়ি নির্মানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পরিপ্রেক্ষিতে এ বরাদ্দকৃত সেরা গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যাতে দ্রুততার সঙ্গে মানসম্পন্ন বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে।
তিনি জানান, ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাফজয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা
২ বছর আগে
বাঘিনী রূপনাকে বাড়ি উপহার দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর শিরোপা জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙামাটিতে একটি বাড়ি তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বাঘিনীদের রাজসিক বরণ
বাংলাদেশ সময় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে থাকাকালেই রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তার নজরে আসলে তিনি এ নির্দেশ দেন।
আরও পড়ুন: দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল
২ বছর আগে