মার্ক জাকারবার্গ
হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি আরও নিরাপদে স্থানান্তর যেভাবে করবেন
মেটা প্ল্যাটফর্মস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ শুক্রবার হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছেন। যা ব্যবহারকারীদের একই অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোর মধ্যে নিরাপদ উপায়ে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার সুযোগ দেয়।
জাকারবার্গ নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট নতুন একটি মুঠোফোনে স্থানান্তর করতে চান, তাহলে চ্যাট না হারিয়েই আরও গোপনীয়তার সঙ্গে আপনি তা করতে পারবেন।’
হোয়াটসঅ্যাপ টিমের বিবৃতি অনুযায়ী, এই প্রথম একজন ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়েই সম্পূর্ণ চ্যাট ও মিডিয়া হিস্ট্রি সংরক্ষণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ দাবি করছে যে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ বা ক্লাউড সেবা ব্যবহারের চেয়ে এটি হবে আরও নিরাপদ। কারণ, দুইটি ডিভাইসের মধ্যে হিস্ট্রি স্থানান্তরের সময় একটি কিউআর কোড অথেনটিকেটর (এক ধাপ বাড়তি নিরাপত্তা) হিসেবে কাজ করে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড। ফলে ডেটা শুধুমাত্র উক্ত দুই ডিভাইসের মধ্যে স্থানান্তরিত হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে মন্টানায় ব্যক্তিগত ডিভাইসে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক
এর ফলে ব্যবহারকারীরা পূর্বে যেভাবে ‘ব্যাকআপ’ ও ‘রিস্টোর’ এর মাধ্যমে কাজটি করতেন, এখন তার চেয়ে দ্রুত করতে পারবেন। এর মাধ্যমে বড় আকারের ফাইল ও অ্যাটাচমেন্ট স্থানান্তর করা যাবে।
যেভাবে স্থানান্তর করা যাবে
এর জন্য মুঠোফোনে ওয়াইফাই ও লোকেশন অপশন চালু রাখতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনের অধীনে এই সুবিধা রয়েছে। একটু নিচের দিকে আসলেই ‘ট্রান্সফার চ্যাটস’ অপশনটি পাওয়া যাবে। যে ডিভাইসে স্থানান্তর করতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়ে একটি ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর সেখানে দেখানো কিউআর কোডটি পূর্বের ডিভাইসের সাহায্যে স্ক্যান করলেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।
সূত্র: এএনআই
আরও পড়ুন: পুনরায় হোয়াটসঅ্যাপ চালু
বার্তা আদানপ্রদান করতে না পারার অভিযোগ করেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা
১ বছর আগে
জাকারবার্গ-চ্যান দম্পতির ঘরে আসছে তৃতীয় সন্তান
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন। জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের ঘরে তৃতীয় সন্তানের আগমনী বার্তা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।
দু’জনের ছবি দিয়ে জাকারবার্গ লিখেছেন, ‘অনেক ভালোবাসা। শেয়ার করতে পেরে খুশি যে আগামী বছর ম্যাক্স ও অগাস্ট নতুন বোন পেতে যাচ্ছে!’
এনডিটিভি জানিয়েছে, এই দম্পতি ২০১২ সাল থেকে বিবাহিত এবং তাদের ঘরে অগাস্ট ও ম্যাক্সিমা নামে দুই কন্যা সন্তান রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক পার্টিতে দেখা হওয়ার পর ২০০৩ সাল থেকে তাদের প্রণয়ের সম্পর্ক। ২০১২ সালের বিয়ে হয় এবং এ বছর তারা বিয়ের ১০ বছর পূর্তি উদযাপন করেন।
শিক্ষার্থী থাকা অবস্থায় ২০০৪ সালে ফেসবুক দাঁড় করানো জাকারবার্গ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ব্লুমবার্গস বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী ৫৩ দশমিক তিন বিলিয়ন ডলার সম্পরিমাণ সম্পদ নিয়ে বর্তমানে তিনি বিশ্বের ২২তম শীর্ষ ধনী।
আরও পড়ুন: ফেসবুক নিউজফিডে অনাকাঙ্ক্ষিত পোস্টে সয়লাব
ফেসবুক ও ইউটিউব থেকে ৬টি ভিডিও লিংক অবিলম্বে সরানোর নির্দেশ হাইকোর্টের
ইনস্টাগ্রাম: আইরিশ সংস্থার কিশোরদের তথ্য অপব্যবহারে বড় আকারের জরিমানা
২ বছর আগে