আকবর
সঙ্গীতশিল্পী আকবর আর নেই
সঙ্গীতশিল্পী আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি ইউএনবিকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
এর আগে আকবরের ফেসবুক পেজে পোস্ট করে তার মেয়ে অথৈ লিখেছেন, ‘আব্বু আর নেই।’
আকবরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।
আরও পড়ুন: প্রকাশ হলো আসিফ আকবরের জীবনীগ্রন্থ
দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন আকবর। এছাড়া ডায়বেটিসে আক্রান্ত ছিলেন তিনি। তার শরীরে পায়ের অংশে পচন ধরে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও দায়িত্বরত চিকিৎসকরা গণমাধ্যমে জানান, আকবরকে হাসপাতালে নিতে দেরি করে ফেলা হয়েছে।
জানা যায়, আকবরের পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে যায়। এর কারণে পা কেটে ফেলতে হয়েছিল। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে এতদিন তিনি আইসিইউতে ছিলেন তিনি।
উল্লেখ্য, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মধ্য দিয়ে জনপ্রিয়তা পান আকবর। এরপর দীর্ঘদিন ক্যারিয়ার নিয়মিত করলেও এক সময় অসুস্থতার কারণে বিরতি দিতে হয় তাকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: ‘আকবর আলী ছিলেন ন্যায়বিচারের বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রশাসনিক সংস্কারক’
রুমি ও পূজার কণ্ঠে জাহিদ আকবরের ‘সাত জনমের ভালোবাসা’
১ বছর আগে
আসিফের ‘মন ফোঁড়ন’ এ সাজ্জাদুর
নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘মন ফোঁড়ন’ শিরোনামে এ গানের কথা লিখেছেন পলিন কাউসার। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান।
এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। ম‚ল চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদুর রহমান শুভ ও মুন।
সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘মন ফোঁড়ন’ অদ্ভুত টাইটেলের একটি গান। পলিন কাউসারের লেখা ও সুরে প্রথমবারের মতো গাইলাম। অন্যরকম অনুভ‚তির গান এটি। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সাজ্জাদুর রহমান শুভ বলেন, কাজটি অনেকটা শখের বসে করেছি। তবে শুটিংয়ের পুরো সময়টা খুব উপভোগ করেছি। পলিন ভাই খুব গুণী একজন নির্মাতা।
আরও পড়ুন: দগ্ধ কৌতুক অভিনেতা রনি সুস্থ হয়ে উঠছেন
আমি তার প্রতি কৃতজ্ঞ ও আনন্দিত। কারণ ক্যারিয়ারের শুরুটা আসিফ আকবর ভাইয়ের মতো একজন লিজেন্ডারি মানুষের গান দিয়ে শুরু করতে পেরেছি।
মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন গীতিকার পলিন কাউসার।
তিনি বলেন, আমার সব গানের ভেতরই ভিজ্যুয়াল ইন্ডিপেন্ডেন্স রেখে লিরিক ও টিউন প্ল্যান করি। কারণ আমার গানের স্ক্রিনপ্লে আর ভিজ্যুয়াল ডিরেকশন আমিই দিই।
‘মন ফোঁড়ন’ সেই সেন্সে তেমনই একটি টাইটেল।
আসিফ ভাইয়ের গায়কী নিয়ে কোনো কথা বলবার ধৃষ্টতা নেই। বরাবরই গানে তিনি অসাধারণ। গান, সুর আর চিত্রনাট্যের সঙ্গে গল্প খুঁজতে গেলে একে রিলেট করা যাবে না।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯.৪৫ মিনিটে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিঘরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ বেশ কিছু ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে গানটি।
আরও পড়ুন: ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে শিরোনামহীন!
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
২ বছর আগে