ইন্টারনেট ব্যবহার
হিজাব ইস্যু: ইরানিদের ইন্টারনেট ব্যবহার বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
ইরানের জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য নিজেদের সমর্থন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমোর মতে, ইরানিরা মাহসা আমিনির হত্যার নিন্দা জানাতে রাস্তায় নেমেছে।
আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির প্রশাসন দেশে ইন্টারনেট ব্যবহার অবরুদ্ধ করার পর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার ইরানিদের জন্য যথাযথ ইন্টারনেট পরিষেবা বাড়ানোর লাইসেন্স জারি করেছে।
আরও পড়ুন: পুলিশের ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড
গত সপ্তাহে ‘অনুপযুক্ত হিজাব’ পরিধানের জন্য ২২ বছর বয়সী কুর্দি নারী আমিনিকে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং এরপরেই তিনি কোমায় চলে যান। শুক্রবার তিনি মারা যাওয়ার পর ইরানের রাস্তায় এবং সামাজিক মাধ্যমে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আল আরাবিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানভিত্তিক বিদেশি কূটনীতিকরা ও ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো দাবি করছে যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে ইন্টারনেট ব্যবহার অবরুদ্ধ বা সীমিত করেছে।
মার্কিন অর্থমন্ত্রীর উপসচিব ওয়ালি আদেয়েমোকে উদ্বৃতি দিয়ে বলা হয়েছে: ‘যেহেতু সাহসী ইরানিরা মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহের জন্য তার সমর্থনকে বৃদ্ধি করছে।’
তিনি দাবি করেন যে ইরানিদের আবদ্ধ করে রাখার সরকারের প্রচেষ্টা ব্যর্থ করতে আরও বেশি সশস্ত্র হয়ে উঠতে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক বিক্ষোভ এবং মাহসা আমিনির মৃত্যুর পরে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের নৈতিক পুলিশ এবং ছয় ইরানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইরান মানবাধিকার (আইএইচআর) সংস্থা দাবি করেছে যে বিক্ষোভ চলাকালীন ইরানের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কমপক্ষে ৩১ জন নাগরিকের প্রাণ গেছে।
আরও পড়ুন: হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়: কর্নাটক হাইকোর্ট
কর্ণাটকে হিজাব বিতর্ক: বৃহত্তর বেঞ্চ গঠনের অভিমত আদালতের
২ বছর আগে