বিজয় এক্সপ্রেস
কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগির ৪টি উদ্ধার
কুমিল্লা নাঙ্গলকোটের তেজের বাজারে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এদিকে, ডাউন লাইনে চলাচল করতে হচ্ছে ট্রেনগুলোকে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত লাইনচ্যুত ট্রেনটির ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এখনো ৫টি বগির উদ্ধার বাকি রয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
তিনি আরও জানান, উদ্ধার ও মেরামত কাজ করতে আরও দুইদিন লাগবে এবং উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও তিনদিন।
সাইফুল ইসলাম জানান, এদিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে করে ট্রেন চলাচলের নিয়মিত সিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুন: বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
৩৯০ দিন আগে
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত
এদিকে তদন্ত কমিটিকে বগি লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
তিনি জানান, আহত যাত্রীদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
ট্রেন লাইনচ্যুত: জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
৩৯২ দিন আগে
কুমিল্লায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেসের’ ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
এতে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) জসিম উদ্দিন জানান, ট্রেনের ইঞ্জিনের পরের ৯টি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
আরও ২ জনের মৃত্যুতে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
৩৯২ দিন আগে
চট্টগ্রামে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত,ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ড এলাকায় যাত্রীবাহী ট্রেন ‘বিজয় এক্সপ্রেস’-এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। শনিবার সকাল পৌণে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। ভাটিয়ারী স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে।’
পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নাটোরের ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ট্রেনে তল্লাশি নিয়ে বিজিবি-রেল পুলিশ সংঘর্ষ, আহত ৩
নাটোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফুটবলারের আত্মহত্যার অভিযোগ
৯৩২ দিন আগে