ব্লনডি
মেরিলিন মনরোর মোহময়তায় দর্শককে ভাসাবে নেটফ্লিক্সের ‘ব্লনডি’!
মেরিলিন মনরো; নজরকারা সৌন্দর্য, সুতীব্র মোহময়তা ও অসামান্য প্রতিভা-সব যেন একাকার হয়ে ধরা দিয়েছিল এক নারীর মধ্যে। ছয় দশক আগে মারা গিয়েও বিশ্বের সেরা সুন্দরীদের কথায় বার বার উঠে আসে তার নাম।
দশকের পর দশক মার্কিন এই অভিনেত্রী, মডেল ও গায়িকার মোহে বুঁদ হয়ে আছে অসংখ্য ভক্ত-অনুরাগী।
তবে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ‘ব্লনডি’ কে ঘিরে। ভাবছেন ব্লনডি আবার কি! স্বর্ণকেশী?
তা ভাবলেও ভুল হবে না। মেরিলিন যে তার স্বর্ণকেশের জন্যও বিখ্যাত, তাতে কোনো সন্দেহ নেই।
তবে এই ব্লনডি কিন্তু নেটফ্লিক্সের একটি সিনেমা।
সিনেমাটি তৈরি করা হয়েছে মার্কিন লেখক জয়েস ক্যারল ওটসের উপন্যাস অবলম্বনে। ২০০০ সালে প্রকাশিত উপন্যাসটিও একই শিরোনামের।
আরও পড়ুন: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
২ বছর আগে