চাপায়
ভারতে কাভার্ডভ্যানের চাপায় বাংলাদেশি পর্যটকের মৃত্যু
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙায় কাভার্ডভ্যানের চাপায় বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।
রবিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর নাম আশুতোষ গাইন (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে।
আরও পড়ুন: মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
ভোমরা ইমিগ্রেশন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজরিহা হোসাইন জানান, ভ্রমণ শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙায় প্রাণ জুস ভর্তি কাভার্ডভ্যানের চাপায় এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
ওসি মাজরিহা আরও জানান, আশুতোষ গাইন ৭ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় পাসপোর্টে (৮২৬২৫৯৪৪২০) ভারতে যান। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে তিনি দেশে ফেরার উদ্দেশ্যে ঘোজাডাঙার ইছামতী পার্কিংয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন বাংলাদেশি প্রাণ জুস রপ্তানিকারক একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভারতীয় পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
১ বছর আগে
মাগুরায় নছিমনচাপায় শিশুর মৃত্যু
মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে নছিমনচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু
নিহত হানজালা (৪) ওই গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা নছিমন তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনগণ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পুকুরে ডুবে কিশোরগঞ্জে ২ শিশুর মৃত্যু
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২ বছর আগে