কোন্দল
ইডেন কলেজে ছাত্রলীগের কোন্দল: সহ-সভাপতি আহত
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের হামলায় সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কলেজ শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজে চাঁদাবাজি ও আসন বাণিজ্য নিয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ায় বেগম রাজিয়া ডরমেটরিতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনার পর বিক্ষোভ মিছিল ও পাল্টা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তিনি নানা অনিয়ম, চাঁদাবাজি, আসন বাণিজ্য ও হল দখলের অভিযোগ তোলেন।
সাক্ষাৎকারের দু’দিন পর শনিবার রাত ১১টার দিকে তাকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীরা।
জান্নাতুল ফেরদৌসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি হলের বাইরে ছিলাম। রাজিয়ার অনুসারীরা আমার রুমে ঢুকে ঝামেলা তৈরি করে। পরে আমার রুমমেটরা আমাকে ডাকলে আমি হলে ফিরে এসে কিছু মেয়েদের সাথে কথা বলি। আমি হলে আসতেই রাজিয়ার অনুসারীরা আমাকে মারধর করে ও আমার ফোন কেড়ে নেয়।’
এ ব্যাপারে কথা বলতে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে ফোন দেয়া হলে তারা ইউএনবি প্রতিনিধির ফোন ধরেননি।
তবে ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ।
আরও পড়ুন: যাত্রীবাহী জাহাজে তামাকজাত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধের দাবি
সড়ক দুর্ঘটনায় নানীর কোলে নাতনীর মৃত্যু!
পুলিশ-বিএনপির সহিংসতায় দুই মামলায় সহস্রাধিক আসামি, গ্রেপ্তার ২৪
২ বছর আগে