রিয়েলিটি শো ‘আইডল’
সৌদি আরবের নিজস্ব ‘আইডল’ প্রচারিত হবে ডিসেম্বরে
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল আল-শেখ শনিবার জানিয়েছেন, বিশ্বব্যাপী জনপ্রিয় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আইডল’ এর আদলে এ বছরের শেষ নাগাদ শুরু হতে যাচ্ছে ‘সৌদি আইডল’।
আল-শেখ এক টুইট বার্তায় ঘোষণা দেন যে সৌদি আরবের জিইএ ও এমবিসি গ্রুপের যৌথ প্রচেষ্টায় নতুন এই অনুষ্ঠানটির প্রথম পর্ব ডিসেম্বরে প্রচার করা হবে।
সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া জানিয়েছে, অনুষ্ঠানটির শুটিং আগামী মাসে শুরু হবে।
অনুষ্ঠানের বিচারক হিসেবে জনপ্রিয় সৌদি গায়ক আসিল আবু বকর, আহলাম, আসালা ও মাজিদ আল-মোহান্দেস সৌদি প্রতিভার সন্ধান করবেন।
আল আরাবিয়া অনুসারে, সৌদি আইডলের লাইভ শো ও অডিশন এমবিসি ওয়ান চ্যানেলে প্রচার করা হবে।
আরও পড়ুন: মেরিলিন মনরোর মোহময়তায় দর্শককে ভাসাবে নেটফ্লিক্সের ‘ব্লনডি’!
মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’
আসিফের ‘মন ফোঁড়ন’ এ সাজ্জাদুর
২ বছর আগে