কুরিয়ার সার্ভিস
বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রপ্তানি স্বাভাবিক
ঢাকা বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতির কারণে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং ব্যাহত হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) এই সংকট তৈরি হলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল।
আরও পড়ুন: জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালনা বোর্ডের প্রচেষ্টায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা।
ফলে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং পুনরায় স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: সাবেক দুই মন্ত্রী সাইফুজ্জামান-আরাফাতের হিসাব জব্দ
৩ মাস আগে
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন
গ্রেপ্তার আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোকদম দপ্তরী (৪৫) এবং দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ (২৫)।
উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ কুরিয়ার সার্ভিসের চলন্ত কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে কাভার্ডভ্যানটির সামনের অংশ ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন
১১ মাস আগে
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা পৌর শহরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে।
উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান রবিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে পৌঁছালে কাভার্ডভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরের কিছু মালামাল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন
চট্টগ্রামে ২টি বাসে আগুন, হেলপার আহত
নাটোরে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন
১১ মাস আগে
চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
চাঁদপুর শহরের তালতলা এলাকার জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বৃহস্পতিবার (১ জুন) বিকালে এ তথ্য জানান।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশনের অফিসার লেফটেন্যান্ট সামশ সাদিকীন-এর নেতৃত্বে জননী কুরিয়ার সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে বিকাল ৪টার দিকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার জালের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কম্পাউন্ডে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামিল হোসেনসহ অন্যান্যরা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
লক্ষ্মীপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
১ বছর আগে
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর হাজারীবাগ এলাকায় রবিবার রাতে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ইলিয়াস ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামে কুরিয়ার সার্ভিসে পার্সেলে কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এবং সিভিল ডিফেন্স সদর দপ্তরের শুল্ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, বুবাজার এলাকায় কেমিক্যাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে পণ্য আনলোড করার সময় রাত ১২টার দিকে বিস্ফোরণটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যানের মাধ্যমে পরিবহন করা কেমিক্যাল পণ্য থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ইলিয়াসের লাশ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পুলিশ ফাঁড়ি ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস জানিয়েছেন, বিস্ফোরণে আহত তিনজনকে দ্রুত হাসাপাতলে আনা হয়।
তিনি আরও জানান, দিলীপ (৪০) এবং আলীকে (২৫) গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় কারিগরি চাকরি মেলা, নিয়োগ পাবেন ৫ হাজার কর্মী
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ৪% কমতে পারে: বিশ্বব্যাংকের সমীক্ষা
বর্তমান সরকার নদী রক্ষায় সচেতন: প্রতিমন্ত্রী
২ বছর আগে