স্কুলে হামলা
রাশিয়ায় স্কুলে হামলা: ১১ শিশুসহ নিহত ১৭
রাশিয়ার একটি স্কুলে সোমবার বন্দুকধারীর হামলায় শিক্ষার্থীসহ ১৭ জন নিহত হয়েছেন। এসময় আরও ২৪ জন আহত হয়েছেন। ওই বন্দুকধারী নিজেকেও গুলি করেছে বলে কর্মকর্তারা জানয়েছেন।
দেশটির তদন্ত কমিটি একটি অনলাইন বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৯৬০ কিলোমিটার (৬০০ মাইল) পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের শহর ইজেভস্কের ৮৮ নম্বর স্কুলে গুলি চালানো হয়।
রাশিয়ার তদন্ত কমিটি ওই হামলায় ঘটনায় যুবকের পরিচয় নিশ্চিত করেছে। ৩৪ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম আর্টিওম কাজানসেভ। হামলার সময় তিনি ‘নাৎসি প্রতীক’ লেখা একটি কালো টি-শার্ট পরেছিলেন। তবে তার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
উদমুর্তিয়া সরকার জানিয়েছে, গুলিতে ১১শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটির মতে, হামলায় ২২ শিশুসহ আরও ২৪ জন আহত হয়েছে।
পড়ুন: রাশিয়ায় স্কুলে গুলিতে শিক্ষার্থীসহ নিহত ১৩, আহত ২১
উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ বলেছেন, বন্দুকধারী একজন মানসিক রোগী হিসেবে নিবন্ধিত ছিলেন, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই গুলিকে ‘সন্ত্রাসী কাজ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব নির্দেশ দিয়েছেন।
সোমবার পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন স্কুলে মানুষ ও শিশুদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, যেখানে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে।’
গভর্নর বলছেন,স্কুলটিতে এক থেকে ১১ বিভাগের শিশুরা পড়াশুনা করে। ঘটনার পর আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।
পড়ুন: অস্থিরতার মধ্যে ইরাকে জঙ্গি গোষ্ঠীর ওপর ইরানের হামলা
মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, ৭ শিক্ষার্থীসহ নিহত ১৩
২ বছর আগে