জকিগঞ্জ চেকপোস্ট
আড়াই বছর পর জকিগঞ্জ চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার
মহামারি করোনা সংকটে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর গত রবিবার থেকে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে।
আরও পড়ুন: দু’বছর ধরে বন্ধ জকিগঞ্জ শুল্ক স্টেশনের ইমিগ্রেশন, ভোগান্তিতে যাত্রীরা
জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী জানান, করোনা সংকটের কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর চলতি বছরের ২৪ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। খোলার পরদিন রবিবার তিন জন ও সোমবার ছয় জন যাত্রী পারাপার হয়েছে। এখন থেকে যাত্রী পারাপার চলমান থাকবে।
আরও পড়ুন: পাসপোর্ট প্রার্থীদের দুর্ভোগ লাঘবের আহ্বান সাংবাদিকদের
ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে সঙ্গে নিয়ে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করেছিলাম। এরপর স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে আবেদন করা হয়েছিল। অবশেষে ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়া হয়েছে।
সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট খুলে দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: কর্মবিরতি: মঙ্গলবার বেনাপোলসহ ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস বন্ধ
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে এই চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।
২ বছর আগে