ইয়াংগেস্ট ট্রাভেলার অব বাংলাদেশ
‘ইয়াংগেস্ট ট্রাভেলার অব বাংলাদেশ’ স্বীকৃতি পেলেন ঢাবি শিক্ষার্থী শাওন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত জাহান শাওন আনুষ্ঠানিকভাবে ‘ইয়াংগেস্ট ট্রাভেলার অব বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
এ সময় ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মুসফিকুর রহমান, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সাইফুল্লাহ সাদেক কামরুন্নাহার মুন্নি ও মহিউদ্দিন রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ক্লাবের প্রতিষ্ঠাতা হীরা সরকার।
২০২০ সালের বিজয় দিবসে রিফাত জাহান শাওন ১৯ বছর বয়সে বাংলাদেশের ৬৪টি জেলায় ভ্রমণ শেষ করেন। বন্ধুবান্ধব ও পরিচিতদের সহযোগিতায় শাওন সারাদেশ ঘুরেছেন, ঘুরেছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়।
আরও পড়ুন: পাহাড়ে পর্যটন শিল্প বিকাশের অফুরান সম্ভাবনা আছে: আইজিপি
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মুসফিকুর রহমান বলেন, ‘পর্যটনের প্রসার ঘটলেই দেশের পর্যটন শিল্প অনেক দূর এগিয়ে যাবে।’
৬৭টি দেশ ভ্রমণ করা মোফাজ্জল হোসেন সুমন বলেন, ‘বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে আমাদের পর্যটন শিল্পকে সংগঠিত করতে হবে। এতে করে একদিকে যেমন আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে, ফলে আমাদের অর্থনীতিও সমৃদ্ধ হবে।’
আরও পড়ুন: ভারতের টুরিস্ট ভিসা কীভাবে পাবেন: আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, প্রসেসিং ফি
কুমিল্লায় দৃষ্টিনন্দন ‘সাত গম্বুজ মসজিদ’
২ বছর আগে