জর্জিয়া
বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
মাত্র ১৬ বছর বয়সেই বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে দ্যুতি ছড়ানোর পর স্পেনের জার্সি গায়ে খেলা শুরু করেছেন লামিন ইয়ামাল। ইউরোর চলতি আসরে মাত্র চার ম্যাচ খেলেই সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ফুটবলার।
বয়সটা এতই কম যে, স্কুলের গণ্ডি এখনও পেরোতে পারেননি তিনি। অথচ, ইউরোপসেরার মঞ্চে খেলে রেকর্ড আর সুনাম কুড়িয়ে চলেছেন প্রতিনিয়ত।
এবার ফুটবল ইতিহাসের সেরাদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে নিজের নাম লিখিয়েছেন লামিন।
রবিবার (৩০ জুন) রাতে ইউরোর শেষ ষোলোর ম্যাচে জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নতুন দিনের ফুটবল নিয়ে খেলতে আসা স্পেন। ওই ম্যাচে ফাবিয়ান রুইসের করা দ্বিতীয় গোলে অ্যসিস্ট করেন লামিন। আর এতেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: জর্জিয়ার স্বপ্নযাত্রা থামাল দুর্দান্ত স্পেন
১৮ বছরেরে কম বয়সী ফুটবলার হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপে একাধিক অ্যাসিস্টের রেকর্ড গড়ে দুই দশক পর ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
চলতি আসরেই ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম অ্যাসিস্টটি করে সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়েন তিনি।
এর আগে, ২০০৪ সালের ইউরো আসরে দুটি অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার বয়স ছিল তখন ১৯ বছর। সেক্ষেত্রে লামিনের বয়স মাত্র ১৬। তাছাড়া এই আসরেই রোনালদোর রেকর্ডটি একান্ত নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।
আগামী শুক্রবার (৫ জুলাই) স্টুটগার্টে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। ওই ম্যাচে সতীর্থদের দিয়ে একটি গোল করাতে পারলেই কম বয়সে বেশি অ্যাসিস্টের একচ্ছত্র অধিপতি বনে যাবেন লামিন ইয়ামাল।
আরও পড়ুন: ইয়ামালের ইতিহাস গড়ার রাতে স্পেনে বিধ্বস্ত ক্রোয়েশিয়া
৫ মাস আগে
জর্জিয়ার স্বপ্নযাত্রা থামাল দুর্দান্ত স্পেন
পর্তুগালকে ২-০ ব্যবধানে হারানোর পর জর্জিয়া কোচ উইলি স্যানিওল বলেছিলেন, শেষ ষোলোয় উঠতে পেরেই অনেক খুশি। তবে স্পেনকে ভয় পেয়ে খেলবে না তার শিষ্যরা। মাঠের খেলায় তা করেও দেখালেন জর্জিয়ার ফুটবলাররা। তবে বদলে যাওয়া স্পেনের ক্রমাগত ক্ষুরধার আক্রমণে ক্ষতবিক্ষত হলো তাদের হৃদয়।
কোলনে রবিবার দিবাগত রাতে জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ সব সেইভ করে দলকে শেষ ষোলোয় নিয়ে এসেছিলেন জর্জিয়ার তরুণ গোলরক্ষক জর্জি মামারডাশভিলি। গ্রুপপর্বের তিন ম্যাচে ২৭টি সেইভ করে ফুটবলপাড়ায় আলোচনার জন্ম দেন ২৩ বছর বয়সী ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষক। দুর্দান্ত স্পেনের বিপক্ষেও বারংবার দেখালেন সেই অসামান্য প্রতিভা। তবে একক প্রচেষ্টায় ঠিক পেরে উঠলেন না তিনি। স্পেনের ৯টি প্রচেষ্টা তার কাছে বাধা পেলেও চারবার ব্যর্থ হন মামারডাশভিলি।
অপরদিকে, শুরু থেকেই আক্রমণের পসরা সাজাতে থাকা স্পেন আত্মঘাতী গোল খেয়েও সেদিকে দৃকপাত না করে নিজেদের কাজের ধারা অব্যহত রাখল। আর তাতেই থেমে গেল ইউরোর ইতিহাসে প্রথমবার শেষ ষোলো খেলতে আসা জর্জিয়ার স্বপ্নযাত্রা।
আরও পড়ুন: ইয়ামালের ইতিহাস গড়ার রাতে স্পেনে বিধ্বস্ত ক্রোয়েশিয়া
ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ করতে থাকা স্পেন প্রতিপক্ষের গোলে ৩৫টি শট নেয়, যার ১৩টি ছিল লক্ষ্যে। অপরদিকে, দুই অর্ধে দুটি করে মোট চারটি শট নিয়ে তার একটিও লক্ষ্যে রাখতে পারেননি কিভিচা কেভারাটসখেলিয়ারা।
৫ মাস আগে
নির্বাচনে জয়ের জন্য জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানালেন মোদি
ইতালির জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির ডানপন্থী জোট নেতা জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মেলোনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
বুধবার টুইটারে মোদি বলেন, ‘আমরা আমাদের সম্পর্ক জোরদার করার জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।’
আরও পড়ুন: ৪টি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করলেন হাসিনা-মোদী
ইতালি ইউরোপীয় ইউনিয়নে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটিতে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য লেনদেনের পরিমাণ বর্তমানে ১০ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। ৬০০ টিরও বেশি ইতালীয় কোম্পানি ভারতে কাজ করছে।
গত বছরের অক্টোবরে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নরেন্দ্র মোদি ইতালি সফর করেন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী এবং ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী
একাত্তরের মুক্তিযুদ্ধে বর্বরতার কথা স্মরণ করলেন মোদী
২ বছর আগে