নিউজিল্যান্ডের উদ্দেশে
নিউজিল্যান্ডের উদ্দেশে শুক্রবার ঢাকা ছাড়বে টাইগাররা
নিউজিল্যান্ডের উদ্দেশে শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।
নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। এই সিরিজে টাইগারদের মধ্যে ভালো করেছেন আফিফ হোসেন। কিন্তু ওপেনার হিসেবে খেলা ডানহাতি ব্যাটার সাব্বির রহমান মুগ্ধ জ্বলে উঠতে পারেননি।
বাংলাদেশ তাদের কর্মীদের একটি পরিবর্তন করেছে- টিম ম্যানেজার নাফিস ইকবালকে সরিয়ে দেয়া হয়েছে এবং সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবেদ ইমামকে নতুন টিম ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে।
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, নাফিসকে টিম ম্যানেজার হিসেবে দেখে খেলোয়াড়রা খুশি নন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই আসরে অন্তত চারটি ম্যাচ খেলবে টাইগাররা।
সিপিএলের জন্য সংযুক্ত আরব আমিরাতের সিরিজ মিস করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার অনুপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, এবং স্ট্যান্ডবাই খেলোয়াড়: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান, সৌম্য সরকার।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
সালমার দুর্দান্ত বোলিং সত্ত্বেও হারল বাংলাদেশ
২ বছর আগে