ফুটবলার
সিলেটে ট্রাকচাপায় ফুটবলার নিহত
সিলেট সদর উপজেলা বাদাঘাটে বালুবাহী ট্রাকচাপায় মো. তারেক আহমদ মোহন নামের এক ফুটবলার নিহত হয়েছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আমাউড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহন সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। মোহন সিলেট সদর উপজেলা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে বেরিয়ে নতুন বাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান মোহন। তিনি যখন বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে পৌঁছন, তখন কয়েকজন শিক্ষার্থী সে সড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে বাদাঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে বালুভর্তি একটি ট্রাক আসছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে মোহন ট্রাক চালককে গতি কমাতে হাত দিয়ে ইশারা দেন। কিন্তু চালক গতি না কমিয়ে মোহনের উপর ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ১৬, আহত ২৫: মুখপাত্র
৯ মাস আগে
বিকেএসপিতে প্রতিবন্ধী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হলো
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রতিবন্ধী ৩০ জন ফুটবলারের আট দিনব্যাপী (২-৯ অক্টোবর) প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে।
সমাপনী দিনে সোমবার (৯ অক্টোবর) তারা একে অপরের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। যেখানে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন (এসএনএফ) টাইব্রেকারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডকে (সিআরপি) পরাজিত করে।
আরও পড়ুন: বিকেএসপিতে অনুশীলনে ফিরেছেন সাকিব
সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে (আইসিআরসি) তাদের সমর্থনের জন্য ধন্যবাদ।
খেলাধুলার মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তি প্রচারের জন্য আইসিআরসি'র প্রচেষ্টার ধারাবাহিকতায় খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে এবং তাদের অ্যাম্পুটি ফুটবলের ধারণার সঙ্গে অভ্যস্ত হতে সহায়তা করার জন্য ২ থেকে ৯ অক্টোবর বিকেএসপি প্রশিক্ষণ গ্রাউন্ডে প্রতিবন্ধী ফুটবলারদের সমন্বয়ে গঠিত তিনটি দলের জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
এর আগে ২০২১ ও ২০২২ সালে আইসিআরসি প্রতি বছর ১৪ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদানের জন্য অ্যাম্পুটি ফুটবলের জন্য প্রশিক্ষণ শিবির আয়োজনে সিআরপিকে সহায়তা করেছিল।
আরও পড়ুন: সব বিভাগে বিকেএসপির মতো ইনস্টিটিউট হবে: শেখ হাসিনা
লিটন বিশ্রামে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত
১ বছর আগে
নারী ফুটবলারদের মারধর: মামলা তুলে নিতে অ্যাসিড নিক্ষেপের হুমকি
খুলনায় চার নারী ফুটবলারকে মারধরের পর এবার মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। মামলা তুলে না নিলে তাদের শরীরে অ্যাসিড নিক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে বল জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় মামলার বাদী ও ভুক্তভোগী নারী ফুটবলার সাদিয়া নাসরিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড় সাদিয়া নাসরিন বলেন, হামলাকারীরা আমাদের চারজনকে মারধর করেছে। হামলাকারী সালাউদ্দিন আমাদের হত্যার হুমকিও দিয়েছে। মামলা তুলে না নিলে অ্যাসিড মেরে মুখ ঝলসে দেওয়ারও ভয় দেখিয়েছে। এ ছাড়া তারা নিজেরা নিজেদের ক্ষতি করে আমার টিমের সদস্যদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে বলেও হুমকি দিয়েছে। এরপর তারা গালিগালাজ করে চলে যায়। আমি থানায় জিডি করেছি। এ ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন।
আরও পড়ুন: সাফজয়ী নারী ফুটবলার রূপনা চাকমার ঘর হস্তান্তর
সাদিয়া নাসরিনের অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই বৃহস্পতিবার একাডেমিতে অনুশীলন করার সময় নূপুর খাতুন নামে প্রতিবেশী এক মেয়ে তার ছবি তুলেন। পরে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সেই ছবি দেখিয়ে আজেবাজে মন্তব্য করে আসেন। সাদিয়া ২৯ জুলাই শনিবার বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলে নূপুর অকথ্য ভাষায় তাকে গালাগাল করেন। প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি কিল, চড়, ঘুষি মেরে মুখ ও বুকের বিভিন্ন স্থানে জখম করেন।
সাদিয়া বলেন, বাড়িতে গিয়ে আমি বাবা-মা, কোচ ও অন্য খেলোয়াড়দের ঘটনাটি জানাই। তারা আমাকে নিয়ে সন্ধ্যার দিকে নূপুর খাতুনের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে নূপুর, তার বাবা নূর আলম খাঁ, ভাই সালাউদ্দিন ও নূপুরের মা রঞ্জি বেগম আমাদের উপর হামলা করে। এতে মঙ্গলী, হাজেরা ও জুঁই আহত হয়। তারা লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায়, চায়নিজ কুড়াল নিয়ে এসে হত্যার হুমকি দেয়।
মারধরের শিকার ফুটবলার হাজেরা খাতুন, জুঁই মণ্ডল ও রিতু বৈরাগী জানান, আগে প্রতিদিন প্রায় ৩০ জন অনুশীলনে মাঠে আসত। এখন আসে ১০-১৫ জন।
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফুটবলার মঙ্গলী বাগচী বলেন, নূপুর ও তার পরিবারের লোকজন আমাদের মারধর করেছে। রড দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। তারা ওড়না দিয়ে প্রায় ২ ঘণ্টা আমাকে বেঁধে রাখে।
তিনি আরও বলেন, ওরা বলেছে, হাফ প্যান্ট-জার্সি পরে গ্রামের মাঠে ফুটবল খেলা যাবে না। শুধু তাই নয়, ওরা অ্যাসিড মেরে আমাদের মুখ ঝলসে দেওয়ার হুমকি দিয়েছে। ঘটনার পর থেকে রাতে ঘুম আসে না। শুধু মনে হয়, এই বোধ হয় আবার হামলা হলো, অ্যাসিড মারল।
তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির সভাপতি ইসলাম হাওলাদার বলেন, হামলার ঘটনায় মেয়েদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। অনুশীলনের জন্য ডেকে ডেকে আনতে হচ্ছে। আগে কোনো দিন গ্রামের কেউ ফুটবল খেলা নিয়ে মেয়েদের উত্ত্যক্ত বা কটূক্তি করেনি। কিন্তু নূর আলমের পরিবার এবার ঝামেলা বাধিয়েছে।
এদিকে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগে গত ৩০ জুলাই রবিবার সাদিয়া নাসরিন বাদী হয়ে নূপুর, তার বাবা নূর আলম খাঁ, ভাই সালাউদ্দিন ও নূপুরের মা রঞ্জি বেগমকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলার পর পরই পুলিশ নূর আলমকে গ্রেপ্তার করে।
বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির জানান, অ্যা্সিড নিক্ষেপের হুমকির অভিযোগে সাদিয়া গত ৩১ জুলাই একটি জিডি করেন। মামলা ও জিডির তদন্ত চলছে। জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বটিয়াঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কৌশিক কুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নূর আলম বর্তমানে কারাগারে। তবে অন্য তিন আসামি মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়েছে। প্রতিদিন পুলিশ ওই গ্রামে টহল দিচ্ছে। মেয়ে ও তাদের অভিভাবকদের বলেছি, কোনো সমস্যা মনে করলে সঙ্গে সঙ্গে জানাতে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে ফুটবলারদের মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন, খুলনা ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফুটবল খেলার জন্য সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচীসহ চারজনকে মারধর করা হয়েছে।এদিকে আসামিদের ৩ জন জামিন পেয়ে এসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সংগঠনের খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোশ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, গীতা ফাউন্ডেশনের সভাপতি প্রসেনজিৎ দত্তসহ আরও অনেকে ছিলেন।
আরও পড়ুন: আইফোন ও টাকা পেলেন সাফ নারী চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলার
রাঙামাটিতে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা
১ বছর আগে
বরিশালে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের ‘আত্মহত্যা’
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিংরুমে রবিবার ভোরে গলায় ফাঁস দিয়ে এক ফুটবলার ‘আত্মহত্যা’ করেছেন।
নিহত সোহেল জমাদ্দার (২৩) ঝালকাঠির নলছিটির রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে এবং ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক।
রবিবার নির্ধারিত ম্যাচ থাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে তারা সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
আরও পড়ুন: চবির হলে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’
সোহেলের বোন শান্তা জানান, একটি মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে শনিবার তার ভাইয়ের স্ত্রী তাদের আট মাসের শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যায়।
মেয়েটির সঙ্গে ইমোতে ভিডিও কলের সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেও তিনি জানান।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এসআই শহীদুল আরও বলেন, আলামত হিসেবে তার মোবাইল জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঈদের জামা কেনার টাকা না দেওয়ায় কিশোরের ‘আত্মহত্যা’
ঋণ থেকে মুক্তি পেতে কচুয়ায় যুবকের আত্মহত্যা
১ বছর আগে
সিরাজগঞ্জে সাফজয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে আঁখি খাতুন বলেন, ‘খুব ভালো লাগছে। আজ আমার খুশির দিন। আমাকে সংবর্ধনা দেয়ার জন্য ধন্যবাদ। এখন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’
আরও পড়ুন: রাঙামাটিতে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা
তিনি বলেন, আপনারা আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সমর্থন আগামী দিনে আমার মনোবল দৃঢ় করবে।
এ সময় স্থানীয় এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, আঁখি খাতুন সিরাজগঞ্জের গর্ব। নারীদের পথ চলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী হয়েছে।
তিনি বলেন, এ সাফল্যের যাত্রা সবে শুরু হলো। এ যাত্রা যেন থেমে না যায়। নারী খেলোয়াড়দের হাত ধরে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাবেক নারী ফুটবলার রেহেনার খাদ্য সহায়তা অব্যাহত
জানুয়ারি থেকে নিয়মিত বেতন পাবেন নারী ফুটবলাররা
২ বছর আগে
রাঙামাটিতে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা
সাফ উইমেনস চ্যাম্পিয়ন দলের পাঁচ সদস্য আনাই মগিনি, আনুচিং মগিনি, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা বৃহস্পতিবার রাঙামাটিতে ফিরলে তাদের উচ্চ বিদ্যালয়ে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়।
রাঙামাটির ঘাগড়া বাজারে পৌঁছলে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা পাঁচ ফুটবলারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য উল্লাসে মেতে ওঠে।
একটি বর্ণাঢ্য র্যালি ও আতশবাজির মাধ্যমে তাদের বিদ্যালয়টিতে নিয়ে যাওয়া হয়। যেখানে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার প্রাথমিক শিক্ষা তারা পান।
জেলা প্রশাসন দুপুর আড়াইটা থেকে শহর প্রদক্ষিণকারী ফুটবলারদের জন্য একটি উন্মুক্ত-ডেক গাড়ির ব্যবস্থা করে।
আরও পড়ুন: আইফোন ও টাকা পেলেন সাফ নারী চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলার
বিকাল ৪টার দিকে তারা রাঙামাটি স্টেডিয়ামে পৌঁছালে সেখানে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে তাদের বীর সংবর্ধনা দেয়া হয়।
মগছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর সেন চাকমা অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এই খেলোয়াড়দের মমতায় বড় করেছেন। পরবর্তীতে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শান্তি মনি চাকমা তাদের পুরো দায়িত্ব নেন।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
সাফ জেতার মধ্য দিয়ে মেয়েদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা জয় করেছি: সাবিনা
২ বছর আগে