নারী ফুটবলার
খুলনায় নারী ফুটবলারদের উপর হামলা: ৩ আসামির জামিন বাতিল
খুলনার বটিয়াঘাটার চার নারী ফুটবলারকে মারধরের কারণে করা মামলা প্রত্যাহার না করলে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় দায়ের হওয়া জিডির সত্যতা পেয়েছে পুলিশ।
তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তিন আসামি সালাউদ্দিন খাঁ, তার মা রঞ্জি বেগম ও বোন নুপুর আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন এবং তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. হাদিউজ্জামান।
আদেশের পর কঠোর গোপনীয়তায় তিন আসামিকে জেল হাজতে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: খুলনার নির্যাতিত নারী ফুটবলারদের পাশে প্রধানমন্ত্রী
আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যাচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামি তাদের জামিনের সকল শর্ত ভঙ্গ করেছে। তারা পরস্পর যোগসাজশে হত্যাচেষ্টা মামলার বাদি সাদিয়া নাসরিন ও অন্য ভুক্তভোগিদেরকে মামলা তুলে না নিলে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেয়। যা পুলিশি তদন্তে প্রমাণিত। বাদি ও অপর ফুটবলারদের নিরাত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেয়া হলো।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর ও গুরুতর আহত করে নুর খাঁ ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন ফুটবলার সাদিয়া নাসরীন। পুলিশ নুর খাঁকে গ্রেপ্তার করলেও অপর তিন আসামি আদালত থেকে জামিন ছিলেন।
পরে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দিলে সাদিয়া তিনজনকে অভিযুক্ত করে ১ আগস্ট থানায় জিডি করেন।
আরও পড়ুন: খুলনায় নারী ফুটবলারদের উপর হামলা, গ্রেপ্তার ১
দুদকের চার্জশিটে নাম আসায় খুলনার সিভিল সার্জনকে ওএসডি
১ বছর আগে
সাফজয়ী নারী ফুটবলার রূপনার ঘর নির্মাণকাজের উদ্বোধন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি নির্মাণকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়াদাম এলাকায় রূপনা চাকমার বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের পর মিষ্টি, ফল, ফুল ও নগদ অর্থ নিয়ে ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাবেক নারী ফুটবলার রেহেনার খাদ্য সহায়তা অব্যাহত
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাফ জয়ী সেরা গোলরক্ষক রুপনার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়।
বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তারই ধারাবাহিকতার দেশ সেরা গোলরক্ষক রুপনার বাড়ি নির্মানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পরিপ্রেক্ষিতে এ বরাদ্দকৃত সেরা গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যাতে দ্রুততার সঙ্গে মানসম্পন্ন বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে।
তিনি জানান, ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাফজয়ী নারী ফুটবলার আঁখিকে সংবর্ধনা
২ বছর আগে
খাগড়াছড়িতে ৩ নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা, ৪ লাখ টাকার চেক হস্তান্তর
জেলার সাফজয়ী তিন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে খাগড়াছড়িবাসী। শুক্রবার সকালে আনাই মগিনী,আনুচিং মগিনী ও মনিকা চাকমাকে ঠাকুরছড়া পাহাড়ী এলাকায় ফুল দিয়ে সাদরে বরণ করে নেন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন খেলোয়াড় ও সহকারী কোচতৃঞ্চা চাকমাসহ প্রত্যেককে এক লাখ টাকা করে চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাবেক নারী ফুটবলার রেহেনার খাদ্য সহায়তা অব্যাহত
এর আগে সুসজ্জিত ছাদ খোলা জীপে করে তাদেরকে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করানো হয়। এসময় তিন বীর ফুটবল কন্যার সঙ্গে খাগড়াছড়ি ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ খাগড়াছড়ির তৃঞ্চা চাকমাও।
২ বছর আগে