প্রতিবেশিকে
পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিকে কুপিয়ে হত্যা!
পাবনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম(৩৪) নামে একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাঁড়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল একই গ্রামের সামাদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি বাঁশঝাড় নিয়ে আগে থেকেই প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলে আসছিল নিহত শরিফুলের। সকালে শরিফুল সেই বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে প্রতিবেশি চাচা মজনু সরদারের দুই ছেলে স্বপন ও শাহীন তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: বগুড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত একটি বিরোধ পূর্ব থেকেই চলে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদেও তারা এসেছিল। কিন্তু আদালতে মামলা চলমান থাকায় আমাদের পক্ষ থেকে মীমাংসা করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে বাঁশঝাড়ে গেলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ধারালো কুড়াল দিয়ে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, হত্যার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝিকে কুপিয়ে হত্যা
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
২ বছর আগে