মা ও ছেলে
গাইবান্ধায় ঈদের কেনাকাটা শেষে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
শনিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সাঘাটা-গাইবান্ধা সড়কের বিলবস্তায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
নিহতরা হলেন- সাঘাটা উপজেলার উত্তর উল্যা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী শান্তা (৩৫)ও ছেলে রবি (১৪)।
আহতরা হলেন- আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা (১৪), নিহত শান্তার বাবা আব্দুল আজিজ দুদু (৬০) ও তার স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে সিএনজিচালিত অটোরিকশাটি সাঘাটা-গাইবান্ধা আঞ্চলিক সড়কের উপজেলার বিলবস্তায় পৌঁছালে রাস্তার পাশে রাখা ঢালাই কাজের মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে বগুড়ায় যাওয়ার পথে মা ও ছেলে মারা যান।
সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সিএনজিচালিত অটোরিকশাটিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কামরাঙ্গীর চরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৮ মাস আগে
নড়াইলে নবগঙ্গায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে যাত্রীবাহী নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময়, পানিতে ডুবে আরও পাঁচজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাগবাড়ি থেকে বাহিরডাঙ্গা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুপুর গ্রামের নাজমা বেগম (২৫) ও তার ৩ বছর বয়সী ছেলে নাশিম।
স্থানীয় বাসিন্দা মো. ফসিয়ার রহমান জানান, ছেলে নাশিমকে নিয়ে বাহিরডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নাজমা বেগম। নৌকাটিতে যাত্রী বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাগবাড়ি থেকে বাহিরডাঙ্গা যাওয়ার সময় ১৭ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় অন্তত ১০জনকে উদ্ধার করা হয় এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।
ওসি আরও জানান, ‘আমরা নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছি। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
১ বছর আগে